আই নিউজ প্রতিবেদক
নির্বাচনে যোগ দিতে বিএনপির হাতে ১৪ দিন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি- সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুলের আউয়াল বুধবার তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেছে নির্বাচনের ক্ষণগণনা। জানুয়ারির ৭ তারিখ জাতীয় নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা। যদিও তফসিল প্রত্যাখ্যান করেছে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি। নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ৩০ নভেম্বর। সে হিসেবে নির্বাচনে যোগ দিতে বিএনপির হাতে আছে আর মাত্র ১৪ দিন।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তফসিল ঘোষণার পর পর সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেন।
তবে, ঘোষিত তফসিল প্রত্যাখান করে নির্বাচনের এই আয়োজনকে ‘ভোটরঙ্গ’ আখ্যায়িত করে এক ভার্চ্যুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণ এটা বাস্তবায়ন হতে দেবে না। এই তফসিল বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে জনতা।
তফসিল ঘোষণার দিন তফসিল ঘোষণার প্রতিবাদে সড়কে বিক্ষোভ করেন ইসলামী আন্দোলনের নেতারা। বুধবার বিকেলের দিকে তারা নির্বাচন কমিশন ঘেরাও করার জন্য যাত্রা শুরু করেন। তবে, এসময় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাদের মোকাবিলা করা হয়।
নির্বাচন কমিশন একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে অতীতের মতো আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের জন্য মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, তা আমরা চরম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রিত্বে থাকবেন, তাঁর নেতৃত্বের সরকার থাকবে আর অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে—এটা ডাহা ভণ্ডামি ও মেকি। জাতি মনে করছে, এর মধ্য দিয়ে সিইসি জাতির সঙ্গে মশকরা করেছেন। দেশে একটি ভীতিকর যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করে হাসিনা–মার্কা একতরফা নির্বাচনের এই তথাকথিত রঙ্গ জনগণ মানে না।’
উল্লেখ, নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন ৭ জানুয়ারি হবে বলে জানিয়েছে। সে হিসেবে ভোটের বাকি আর ৫২ দিন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সবগুলো নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে মনোনয়ন দাখিল করতে হবে। সে হিসেবে, বিএনপি নির্বাচনে অংশ নিবে কী-না সে সিদ্ধান্ত নিতে সময় আছে আর মাত্র ১৪ দিন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের