আই নিউজ প্রতিবেদক
মনোনয়ন বিক্রির দ্বিতীয় দিন আ. লীগের আয় ৬ কোটি ৬ লাখ টাকা

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনে মনোনয়ন পত্র বিক্রি হয়েছে ১২১২টি। যার মধ্যে সরাসরি মনোনয়ন ফরম কিনেছেন ১১৮০ জন। অনলাইনে মনোনয়নপত্র কিনেছেন ৩২ জন। আর এ থেকে দলটির দ্বিতীয় দিনে আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা।
রোববার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি শেষে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এসব তথ্য জানান।
দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, দ্বিতীয় দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশীরা ১১৮০টি ফরম সংগ্রহ করেছেন। অনলাইনের মাধ্যমে ফরম সংগ্রহ করেছেন আরও ৩২ জন। সব মিলিয়ে ফরম বিক্রি হয়েছে ১২১২টি। মনোনয়নপত্র বিক্রি করে দলের আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা।
এর আগে শনিবার মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন ১০৭৪টি ফরম বিক্রি হয়। এতে দলের আয়ের খাতায় যোগ হয় ৫ কোটি ৩৭ লাখ টাকা। দুই দিনে মোট ১১ কোটি ৪৩ লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।
বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনেও প্রার্থীর অংশগ্রহণ বেড়েছে বলে জানান দলটির দপ্তর সম্পাদক।
তিনি বলেন, প্রথম দুই দিনের তুলনায় আগামী দুই দিনে আরও বেশি বা সমপরিমাণ মনোনয়ন ফরম বিক্রি হবে বলে আমরা প্রত্যাশা করি।
-
আ. লীগের মনোনয়ন পাচ্ছেন কারা, জানালেন বাহাউদ্দিন নাছিম
-
প্রথম দিন মনোনয়ন পত্র বিক্রি থেকে আ. লীগের আয় ৫ কোটি ৩২ লাখ
এক প্রশ্নের জবাবে বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগই প্রথম অনলাইনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। আর কোনো দল এটি করেনি। এ পক্রিয়া জনপ্রিয় হতে সময় লাগবে। গত দুই দিনে ৪৬ জন অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এই সংখ্যাটি কম নয়।
এর আগে, শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। এরপর থেকে উৎসবের আমেজে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশীরা।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের