Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫০, ২৭ নভেম্বর ২০২৩
আপডেট: ১৯:৫৮, ২৭ নভেম্বর ২০২৩

২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি 

জাতীয় পার্টির দলীয় প্রতীক

জাতীয় পার্টির দলীয় প্রতীক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৮৯ আসনে চূড়ান্ত মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। 

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ২৮৯ আসনের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এর আগে গত শুক্রবার (২৪ নভেম্বর) বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে রংপুর ও রাজশাহী বিভাগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণকালে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছিলেন, নির্বাচনের মূল চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা। আমরা চেয়েছি, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমাদের আশ্বস্ত করা হয়েছে, ভোটাররা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এর আগে, পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাপা। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত বাড়ানো হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়