Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ৫ ডিসেম্বর ২০২৩

বৈধ লাইন্সের অস্ত্র থানায় জমা দিতে নোটিশ

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বৈধ লাইসেন্সধারী অস্ত্র স্থানীয় থানায় জমা দিতে বিশেষ নির্দেশনা ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করতে নির্বাচন কমিশনকে আইনি নোটিশ দিয়েছেন কোর্টের একজন আইনজীবী। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন সদস্য ও সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সমন্বয়ে গঠিত সংগঠন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান হই। ইতোমধ্যে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা হয়েছে।

‘দ্বাদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে বৈধ লাইসেন্সধারী অস্ত্র তফসিলোক্ত নির্বাচনকালীন সময়ের জন্য সংশ্লিষ্ট থানায় জমা রাখা আবশ্যক এবং অতিসত্বর অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাব, পুলিশকে বিশেষ নির্দেশনা দেয়া আবশ্যক। সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারি যে, দ্বাদশ সংসদ নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পেতে পারে বলে বিশিষ্টজনরা উদ্যোগ প্রকাশ করেছেন।’

নোটিশে আরও বলা হয়ে- ‘লিগ্যাল নোটিশ প্রাপ্তির সঙ্গে সঙ্গে অনতিবিলম্বে বৈধ লাইসেন্সধারী অস্ত্র স্থানীয় থানায় জমাদানের বিশেষ নির্দেশনা ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে অতিসত্বর অবৈধ অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনার জন্য বিশেষ নির্দেশনা প্রদানে প্রধান নির্বাচন কমিশনারের নিকট অনুরোধ জানাচ্ছি।’

আই নিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়