Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ৫ ডিসেম্বর ২০২৩

সারাদেশে মনোনয়ন বৈধতা পেতে আপিল করেছেন ৪২ জন

সারাদেশে মনোনয়ন বৈধতা পেতে আপিল করেছেন ৪২ জন।

সারাদেশে মনোনয়ন বৈধতা পেতে আপিল করেছেন ৪২ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রিটার্নিং কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের শেষ দিন ছিল ৪ ডিসেম্বর। যাচাইবাছাই শেষে নানা ত্রুটির কারণে অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। মনোনয়নের বৈধতা ফিরে পেতে আপিল কার্যক্রম শুরুর প্রথম দিন আজ মোট ৪২টি আবেদন জমা পড়েছে। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে ৪২ জনের আপিলের বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অস্থায়ী বুথের দায়িত্বশীল কর্মকর্তারা।

তারা জানান, সকাল ১০টায় আপিল শুরুর পর থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বমোট ৪২টি আপিল জমা পড়েছে। এরমধ্যে রংপুর অঞ্চলের বুথে ২টি, খুলনা অঞ্চলের বুথে ৮টি, বরিশাল অঞ্চলের বুথে ২টি, ময়মনসিংহ অঞ্চলের বুথে ৯টি, ফরিদপুর অঞ্চলের বুথে ৫টি, চট্টগ্রাম অঞ্চলের বুথে ৬টি, ঢাকা অঞ্চলের বুথে ৬টি, কুমিল্লা অঞ্চলের বুথে ৩টি এবং সিলেট অঞ্চলের বুথে ১টি আবেদন জমা পড়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে মোট ৭৩১ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। সারাদেশে যতো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তাদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। 

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) থেকে প্রার্থীদের আপিল করার সু্যোগ রয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়