Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:০১, ৮ জানুয়ারি ২০২৪

নির্বাচনে কতো ভোট পড়েছে, চূড়ান্তভাবে জানালেন সিইসি 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে চূড়ান্তভাবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (৭ জানুয়ারি) দুপুরে তিনি এ তথ্য জানিয়েছেন। সিইসি বলেন, চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।

এ দিকে, রোববার মধ্যরাতেই ২৯৯টি আসনের মধ্যে সবকটির ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের প্রার্থীরা ২২৩টিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এছাড়া স্বতন্ত্র ৬৩, জাতীয় পার্টির ১১, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ১ এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১ প্রার্থী বিজয়ী হয়েছেন।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়