আই নিউজ ডেস্ক
আপডেট: ১৭:৩৪, ৯ জানুয়ারি ২০২৪
এখনই শপথগ্রহণ করতে চায় না জাতীয় পার্টি

ফাইল ছবি
শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ২২২ আসনে দলীয়ভাবে জয়ী হয়েছে আওয়ামী লীগ। আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে বিজয়ী সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান। তবে, এখনি শপথ গ্রহণ করতে চায় না জাতীয় পার্টি। জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি কী সৃষ্টি হয়, তা দেখতে কয়েকদিন সময় নিচ্ছে দলটি।
আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) ২৯৮ আসনে নির্বাচিত সকল সাংসদ শপথ নিতে যাচ্ছেন। তবে, এদিন শপথ নেবেন না জাতীয় পার্টির প্রার্থীরা।
আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় পার্টির মহাসচিব জানিয়েছেন, দলের চেয়ারম্যান জি এম কাদেরসহ আমাদের অধিকাংশ নবনির্বাচিত সংসদ সদস্য ঢাকার বাইরে রয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় নবনির্বাচিত এমপিদের বৈঠক হবে। সেখানে সিদ্ধান্ত হবে কবে শপথ নেব।
জাতীয় পার্টি শপথ নেওয়া থেকে বিরত থাকবে কিনা, এমন প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, বিষয়টি এমন নয়। আমার কয়েকদিন পর শপথ নেব।
গত রোববার সংসদ নির্বাচনে ১১ আসনে জয়ী হয়েছে জাপা। আগের সংসদে দলটির আসন ছিল ২৩। আওয়ামী লীগের ছেড়ে দেওয়া ২৬ আসনের ১৫ টিতে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছে জাপার প্রার্থীরা। বাকি বাকি ২৩৯ আসনে অধিকাংশে লাঙলের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচনে জাপার ভরাডুবি হয়েছে স্বীকার করে দলটির মহাসচিব বলেছেন, কেন এমন হলো তা খতিয়ে দেখব।
নির্বাচনে কারচুপি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে বক্তব্য জানাব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশিত আসন পায়নি জাপা। ভোটের দিন থেকে নির্বাচন নিয়ে সমালোচনা করছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। এমনকি ভোট ডাকাতির অভিযোগও তুলেন তিনি।
এদিকে, জাপা সূত্রে জানা যায়, মাত্র ১১ আসন পাওয়ায় জাপার বিরোধী দল হওয়া অনিশ্চয়তায় পড়েছে। দলের চেয়ারম্যান জি এম কাদের রয়েছেন চাপে। পরবর্তী করণীয় ঠিক করতে সময় নেওয়া হচ্ছে। এ কারণে বুধবার শপথ নিচ্ছেন না জাপার নবনির্বাচিত সংসদ সদস্যরা।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের