Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫০, ১৭ জানুয়ারি ২০২৪

বাল্কহেডের ধাক্কায় পদ্মায় ডুবে গেল ফেরি 

পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। ছবি- সংগৃহীত

পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। ছবি- সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশায় আটকে থাকা ফেরি রজনীগন্ধা একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একাধিক যানবাহন নিয়ে পদ্মা নদীতে ডুবে গেছে। 

বুধবার (১৭ জানুয়ারি) সকালে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ছয় জনকে জীবিত উদ্ধার করেছে বলে জানা গেছে। 

বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডিজিএম খালেদ মাহমুদ নেওয়াজ জানান, মঙ্গলবার রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। 

কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয় ফেরিটি। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়