Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২৫, ৪ ফেব্রুয়ারি ২০২৪

আখেরি মোনাজাত দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব 

সকাল ৯টায় শুরু হয়ে আখেরি মোনাজাত শেষ হয় ৯টা ২৩ মিনিটে। ছবি- সংগৃহীত

সকাল ৯টায় শুরু হয়ে আখেরি মোনাজাত শেষ হয় ৯টা ২৩ মিনিটে। ছবি- সংগৃহীত

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো টঙ্গীর তুরাগ পাড়ে আয়োজিত ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে আখেরি মোনাজাত শেষ হয় ৯টা ২৩ মিনিটে। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন কয়েক লাখ মুসল্লি। 

মোনাজাত করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ।

ফজর নামাজের পর হেদায়াতি বয়ানের মাধ্যমে শুরু হয় এবারের ইজতেমার প্রথমপর্বের শেষদিনের কার্যক্রম। এ সময় বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর কিছু সময়, নসিহতমূলক কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

বিশ্ব ইজতেমার মিডিয়া বিষয়ক সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইজতেমা ময়দানের মুসল্লিদের যাতায়াত সহজ করতে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে গাজীপুরের তিনটি সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ।

মোনাজাত শেষে আজ রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার পর সড়কগুলো খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়