আই নিউজ ডেস্ক
নওগাঁ-২ আসনে চলছে স্থগিত হওয়া ভোটগ্রহণ

নওগাঁ-২ আসনে ভোট প্রদান করছেন এক নারী ভোটার। ছবি- সংগৃহীত
সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের ভোটগ্রহণ চলছে আজ। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নওগাঁ-২ আসনে মোট ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলায় আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩০১ জন, নারী ৭৮ হাজার ৭১৩ ও তৃতীয় লিঙ্গের ১ জন।
অপরদিকে, পত্নীতলা উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১১৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯৯ হাজার ২৭১ এবং নারী ভোটার সংখ্যা ৯৯ হাজার ৮৪৬ জন।
আসনটিতে ১২৪ টি ভোটকেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৬৯৩ এবং অস্থায়ী ৪১টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাশাপাশি নির্বাচনে ১২৪ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৭০৬ জন সহকারী-প্রিসাইডিং কর্মকর্তাসহ ১৪১২ জন পোলিং কর্মকর্তা তাদের দায়িত্ব পালন করছেন।
জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান বলেন, ‘এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন ও নিরাপত্তার দায়িত্বে বিপুল সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও পুলিশ, আনসার, পুলিশের মোবাইল টিম, স্ট্রাইকিং টিম কাজ করছে। আশা করছি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে।’
এ আসনে নির্বাচনি মাঠে লড়ছেন ৪ জন প্রার্থী। আওয়ামী লীগ সমর্থিত (নৌকার প্রতীক নিয়ে) শহীদুজ্জামান সরকার, স্বতন্ত্র (ট্রাক প্রতীক) প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম, জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল প্রতীক) প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন এবং ঈগল প্রতীক নিয়ে লড়ছেন মেহেদী মাহমুদ রেজা।
৭ জানুয়ারি সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর কারণে এ আসনটিতে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের