Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১০, ৮ মে ২০২৪

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, যা বলছে আবহাওয়া অফিস

ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ দাবদাহ শেষে দেশের আবহাওয়ায় ফিরেছে বৃষ্টির স্বস্তি। গত তিনদিন ধরে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। 

আবহাওয়া অফিসের তথ্যমতে, চলমান বৃষ্টি আরও ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে বয়ে যেতে পারে শিলা বৃষ্টিসহ দমকা অথবা ঝড়ো হাওয়া।

বুধবার (০৮ মে) বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা সারা দেশে আজ কমই থাকবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাস অনুসারে, আগামীকালও দিনের তাপমাত্রা কমবে। শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা উভয়ই কমার সম্ভাবনা আছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, 'বৃষ্টি আরও অন্তত পাঁচ দিন থাকতে পারে বলে মনে হচ্ছে। দিনের কোনো এক সময়, অর্থাৎ ২৪ ঘণ্টায় একবার বৃষ্টি হতে পারে।'

আগামী তিন দিন প্রায় সারা দেশেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস আরও বলছে, সেই সঙ্গে কোথাও কোথাও ঝড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, আজ সকাল ৬টা পর্যন্ত রাজশাহীতে সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রামের দুএকটি জায়গায় ছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। এছাড়া দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়েছে।

আজ সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানী ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে মাইজদীকোর্টে ১৫ মিলিমিটার।

এই সময়ে রাঙ্গামাটিতে ১০, পটুয়াখালী ও ভোলায় নয়, বরিশালে আট, খেপুপাড়ায় সাত, সন্দ্বীপে পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়