আই নিউজ ডেস্ক
রেললাইন অবরোধ করে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষো/ভ

ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ছবি- সংগৃহীত
সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আজও বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন, আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এরমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরাকোটা সংস্কারের দাবিতে ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করেছেন বলে জানা গেছে।
সোমবার (০৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় রেললাইনে গাছ ফেলে আটকে দেয় তারা।
এর আগে সকাল ১০টা থেকে প্যারিস রোডে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর স্লোগান দিতে দিতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক এবং হলের সামনের সড়ক প্রদক্ষিণ করে বোটানিক্যাল গার্ডেনের পাশ দিয়ে কৃষি অনুষদের সামনের রেললাইন আটকে অবস্থান করছেন আন্দোলনরত তিন সহস্রাধিক শিক্ষার্থী।
আন্দোলনরত শিক্ষার্থীরা চারটি দাবি উত্থাপন করে আন্দোলন করছেন। তাদের দাবিগুলো হলো- ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কার; কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধা কোটায় শূন্যপদ পূরণ; জীবদ্দশায় সব ধরনের সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবার কোটার ব্যবহার (এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অন্তর্ভুক্ত); প্রতি জনশুমারির সঙ্গে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার পুনর্মূল্যায়ন নিশ্চিত এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের