Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৩, ১০ জুলাই ২০২৪

সফর সংক্ষিপ্ত করে চীন থেকে দেশে ফিরে আসছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে চীনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি- সংগৃহীত

চার দিনের সফরে চীনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি- সংগৃহীত

চার দিনের সফরে চীনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে তাঁর দেশে ফেরার কথা ছিল আগামীকাল বৃহস্পতিবার (১১ জুলাই)। তবে, আচমকাই সফর সংক্ষিপ্ত করে একদিন আগে আজ বুধবার (১০ জুলাই) দেশে ফিরছেন তিনি।

প্রধানমন্ত্রীর চীন সফর সংক্ষিপ্ত হওয়ার বিষয়টি কূটনৈতিক সূত্র নিশ্চিত করলেও ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত তা খোলাসা করেনি।

সরকার প্রধানের সফরসঙ্গী হিসেবে বেইজিংয়ে অবস্থান করা একজন কর্মকর্তা বলেন, ৮ই জুলাই বেইজিংয়ে পৌঁছার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জুলাই দেশে ফেরার ব্যবস্থা নিতে সফর প্রস্তুতির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন।

রাষ্ট্রাচার বিভাগ তৎক্ষণাৎ সেই নির্দেশনা বাস্তবায়নে উদ্যোগী হয়, সে অনুযায়ী বেইজিংয়ের স্থানীয় সময় রাত ১০টায় বিমান উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে রওনা করে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে, বুধবার দুপুরের আগে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বিকালে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা প্রধানমন্ত্রীর। দুই বৈঠকের মাঝে ২০ থেকে ২২টি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়