Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪২, ১১ আগস্ট ২০২৪

ব্যাংক থেকে তোলা যাবে সর্বোচ্চ ২ লাখ টাকা 

ফাইল ছবি

ফাইল ছবি

ব্যাংকের গ্রাহকদের একদিনের টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। বর্তমানে একজন গ্রাহক তার একটি ব্যাংক একাউন্ট থেকে একদিনে সর্বোচ্চ ২ লাখ টাকা তুলতে পারবেন। নিরাপত্তা নিশ্চিত করতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।   

শনিবার (১০ আগস্ট) রাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে।

একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক দুই লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে পারবেন না।

তবে যে কোনো পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আট আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথের দিন নগদ এক লাখ টাকার বেশি ব্যাংক থেকে উত্তোলন করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়। নতুন সরকারের শপথের দিন বেশি বেশি টাকা ব্যাংক থেকে উত্তোলন হতে পারে, এমন আশঙ্কা থেকে এমন নির্দেশনা দেওয়া হয়। এর দুইদিন পর আবার নির্দেশনা এলো একদিন এক একাউন্ট থেকে দুই লাখের বেশি টাকা উত্তোলন করা যাবে না। নিরাপত্তা নিশ্চিত করতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।  

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়