ইমরান আল মামুন
আপডেট: ১২:১৪, ২৩ সেপ্টেম্বর ২০২৪
আজকের আবহাওয়া খবর ২০২৪

প্রতিবেদনটিতে তুলে ধরা হচ্ছে আজকের আবহাওয়ার খবর সম্পর্কে। বিভিন্ন অঞ্চলগুলোতে আজকের বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং আগামীকালের আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কেই উল্লেখ করা হচ্ছে।
বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ। ষড় ঋতুর এই দেশ হওয়ার কারণেই আবহাওয়া পরিস্থিতি অনেক ভালো। বছরের বিভিন্ন সময় বিভিন্ন আবহাওয়া উপভোগ করা যায়। শুধু তাই নয় এই আবহাওয়াকে কেন্দ্র করে নানা ফুল এবং ফলের আগমন ঘটে। যার কারণে প্রায় সকল ফসল এবং ফুলগুলো জন্মায় এখানে খুব সহজে। এই আবহাওয়ার প্রেক্ষাপটে মাটির হয়ে যায় ওর পর আর ফসলের উৎপাদন হয় তুলনামূলকভাবে বেশি। যার কারণে বাংলাদেশসহ ভারতবর্ষে সবচেয়ে বেশি ফসল উৎপাদন হত আন্তর্জাতিক প্রাঙ্গনে। আর এই কারণে পূর্ববর্তী সময়ে বিভিন্ন দের থেকে মানুষজন এখানে আসতো ব্যবসা-বাণিজ্য এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশের এত সুন্দর আবহাওয়া থাকার মাঝেও রয়েছে ভয়ংকর কিছু রূপ। কিছু সময় আবহাওয়ার পরিস্থিতি এমন জটিল হয় অতিরিক্ত গরমে মানুষ যুক্ত সম্মুখীন হয়ে যায় এবং নানা রোগে আক্রান্ত হয়। শীতের সময় দেখা যায় প্রচন্ড শীত যার কারণে মানুষ মারা যাওয়া সহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বস্ত্রহীনদের।
অন্যদিকে আজকের আবহাওয়া খবর না জানতে পারলে সমুদ্রগামী মানুষের সমস্যার সম্মুখীন হতে হয় আরো বেশি। বিশেষ করে যারা নৌ চলাচল করে তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সমুদ্র থেকে সৃষ্টি হয় ঝড় এবং জলোচ্ছ্বাস। আর পূর্ববর্তী সতর্ক বার্তা না জেনে এখানে গেলে মৃত্যুর সম্মুখীন হতে হয় চালকদের এবং যাত্রীদের। বিশেষ করে যারা নদীতে মাছ ধরতে চায় তাদের জন্য এটি খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। পূর্ববর্তী সময় থেকে যদি আবহাওয়া সংক্রান্ত তথ্যগুলো যেন থাকে তাহলে এই ধরনের সমস্যাগুলো এড়িয়ে যাওয়া সম্ভব হয়। তাই আজকে আমরা জানাবো প্রত্যেক দিনের আবহাওয়ার আজকের খবর সম্পর্কে।
আজকের আবহাওয়া খবর ২০২৪
আজ ২৩ সেপ্টেম্বর ২০২৪ রোজ সোমবার, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু বাংলাদেশেও ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সংস্থাটি বলছে, বঙ্গোপসাগরে এ লঘুচাপ বৃষ্টি বাড়িয়ে দিতে পারে। দুদিন পর থেকেই বৃষ্টির মাত্রা বাড়তে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসের তথ্য বলছে- সোমবার ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, সিলেট, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এই ছিল আজকের আবহাওয়া খবর সারা বাংলাদেশ জুড়ে। এই সপ্তাহের চলমান বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা সম্পর্কে জানতে হলে আই নিউজ এর সঙ্গে থাকুন।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের