Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ২৮ আগস্ট ২০২৪

বন্যায় দেশে মৃতের সংখ্যা ৩১ জন, ক্ষতিগ্রস্ত ৫৮ লাখ মানুষ 

দেশের ১১ জেলায় মোট ১২ লাখ ২৭ হাজার ৫৫৪ পরিবার এখনো পানিবন্দি আছেন। 

দেশের ১১ জেলায় মোট ১২ লাখ ২৭ হাজার ৫৫৪ পরিবার এখনো পানিবন্দি আছেন। 

দেশজুড়ে বন্যার পানি কমে আসলেও কাটেনি বন্যার্ত মানুষের দুর্ভোগ। প্রতিদিনই আসছে বন্যার মৃতের খবর। এ পর্যন্ত সারাদেশে বন্যায় মারা গেছেন ৩১ জন। দেশের ১১টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫৮ লাখ ২২ হাজার ৭৩৪ জন। তাছাড়া, ১১ জেলায় মোট ১২ লাখ ২৭ হাজার ৫৫৪ পরিবার এখনো পানিবন্দি আছেন। 

বুধবার (২৮ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন (দুপুর ১টা পর্যন্ত) থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, বন্যা অক্রান্ত জেলার সংখ্যা ১১টি (ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার)। ৭৩টি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভা ৫২৮টি।

১১ জেলায় মোট ১২ লাখ ২৭ হাজার ৫৫৪ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৮ লাখ ২২ হাজার ৭৩৪ জন। মৃত ব্যক্তির মধ্যে কুমিল্লা-১২, ফেনী-২, চট্টগ্রাম-৫, খাগড়াছড়ি-১, নোয়াখালী-৬, ব্রাহ্মণবাড়ীয়া-১, লক্ষ্মীপুর-১ ও কক্সবাজার-৩ জন। আর মৌলভীবাজার জেলায় নিখোঁজ রয়েছেন ২ জন। 

পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট ৪ হাজার ৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৫ লাখ ৪০ হাহার ৫১০ জন লোক এবং ৩৯ হাজার ৫৩১টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে।

১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৬১৯টি মেডিকেল টিম চালু রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়