আই নিউজ ডেস্ক
উত্তাল বঙ্গোপসাগরে নিখোঁজ ২৩টি মাছ ধরার ট্রলার

প্রতীকী ছবি
বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ২৩টি মাছ ধরার ট্রলার নিখোঁজ হয়েছে। মাছ ধরতে যাওয়া ২৩ ট্রলারের মাঝির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গভীর সাগর থেকে ফেয়ার সময় ওয়ে বয়া এলাকায় আরেকটি ট্রলার ডুবেছে বলেও জানা গেছে। পরে ট্রলারে থাকা ১৮ জেলেকে ভাসমান অবস্থায় সাগর থেকে উদ্ধার করেছে পার্শ্ববর্তী ট্রলারের জেলেরা।
তিনি বলেন, সাগর উত্তাল থাকায় জেলেরা ঘাটে ফিরতে শুরু করেছে। বেশির ভাগ জেলে ফিরে এলেও সন্ধান মিলছে না ২৩ ট্রলারের ২৫০ জেলের। নিখোঁজ জেলেদের সন্ধানে কাজ শুরু করেছে নৌবাহিনী।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট সাকিব মেহেবুব বলেন, ট্রলার মালিক সমিতির থেকে তথ্য পেয়ে নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে নিখোঁজ জেলেদের সন্ধানে কাজ শুরু করেছি।
‘বিভিন্ন সময় বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা ঘাটে ফিরতে না পারলে সুন্দরবনে আশ্রয় নেয়। আমরা সেসব জায়গায় টহল জোরদার করেছি। আশা করি জেলেদের সুস্থভাবে উদ্ধার করতে পারব।’ - যোগ করেন তিনি।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের