Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ১৭ অক্টোবর ২০২৪

বুদ্ধিজীবী কবরস্থানে সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দাফন  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী, সাবেক সংসদ উপনেতা ও শেরপুর ২ আসনের সাবেক এমপি বেগম মতিয়া চৌধুরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসার সামনে প্রথম জানাজা এবং রাজধানীর গুলশান আজাদ মসজিদে বেগম মতিয়া চৌধুরীর শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তারপরে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করতে নিয়ে যাওয়া হয়। সেখানেই দাফন করা হয় মহিয়সী এই নারী নেত্রীকে। 

এর আগে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। সাংবাদিকদের পক্ষ থেকেও সাংবাদিক নেতারা শ্রদ্ধা জানান।

এর আগে বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাংলাদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত মতিয়া চৌধুরীর মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮২ বছর।

সর্বশেষ মতিয়া চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান তিনি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়