Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ১১ নভেম্বর ২০২৪

নতুন উপদেষ্টাদের নিয়ে সমন্বয়ক সারজিসের ক্ষোভ 

উপদেষ্টা পরিষদ নিয়ে রোববার রাতে ফেসবুকে স্ট্যাটাস দেন সমন্বয়ক সারজিস আলম।

উপদেষ্টা পরিষদ নিয়ে রোববার রাতে ফেসবুকে স্ট্যাটাস দেন সমন্বয়ক সারজিস আলম।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকীসহ নতুন করে ৫ জনকে উপদেষ্টামণ্ডলীতে যুক্ত করা হয়েছে। রদবদল হয়েছে কয়েকজন উপদেষ্টার দফতরের। তবে এ উপদেষ্টা পরিষদ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

রোববার (১০ নভেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে’।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘শুধু ১টা বিভাগ থেকে ১৩জন উপদেষ্টা! অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নাই! তার উপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে!’

এর আগে, রোববার উপদেষ্টা পরিষদে রদবদল এবং আকার বাড়িয়েছে সরকার। সন্ধ্যা সাড়ে ৭টার পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন তিন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, মাহফুজ আলম ও শেখ বশির উদ্দিনকে শপথ পাঠ করান।

নতুন উপদেষ্টাদের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শেখ বশির উদ্দিনকে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এখনো কোনো দায়িত্ব পাননি মাহফুজ আলম।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়