Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৫ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৯, ২ জানুয়ারি ২০২৫

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ ২০ জানুয়ারি থেকে

আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। আগামী ৩০ জুনের মধ্যে এই কাজ শেষ করা হবে।

আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে নির্বাচন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ চূড়ান্ত হওয়ার পর বাদ পড়া ও ভোটারযোগ্যদের তালিকাভুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন তথ্য নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বছর শেষে ভোটার যোগ্যদের তালিকাভুক্ত করতে প্রয়োজনে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনারের মতে, যদি এর আগে জাতীয় নির্বাচন হয় এবং প্রয়োজন হলে অধ্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়