Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

প্রকাশিত: ০৬:৫৬, ১৮ জুন ২০১৯
আপডেট: ০৬:৫৬, ১৮ জুন ২০১৯

জামায়াত নেতা আজহারুলের আপিলের শুনানি শুরু

আইনিউজ ডেস্ক: জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। আজহারুল ইসলামের আপিল শুনানির মধ্য দিয়ে প্রায় তিন বছর পর আপিল আদালতে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি শুরু হলো। গত ১০ এপ্রিল আপিল বিভাগ শুনানির এই দিন ধার্য করেছিলেন। এরই ধারাবাহিকতায় আজ সকালে  শুরু হয় আপিলের শুনানি শুনানিতে আজহারের পক্ষে আইনজীবী জয়নুল আবেদিন পেপারবুক (মামলার বৃত্তান্ত) থেকে উপস্থাপন করছেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ আদালতে রয়েছযান পরে বিশ্বজিৎ দেবনাথ জানান, আসামি পক্ষ সময়ের আবেদন করেছিল। আদালত তা মঞ্জুর করেননি। এরপর আসামিপক্ষ শুনানিতে পেপারবুক থেকে উপস্থাপন করেন। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের জন্য ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল  মৃত্যুদণ্ডাদেশ দেন জামায়াত নেতা আজহারুলকে। পরে এই রায়ের বিরুদ্ধে আজহারুল ইসলাম ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন। এইচএ/ ইএন 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়