প্রকাশিত: ১০:০৫, ২৮ জুন ২০১৯
আপডেট: ১০:০৫, ২৮ জুন ২০১৯
আপডেট: ১০:০৫, ২৮ জুন ২০১৯
ফ্রান্সে মসজিদে হামলা, ইমামসহ গুলিবিদ্ধ ২
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের বন্দুকধারীর হামলায় একটি সুন্নি মসজিদের ইমামসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে আটলান্টিক উপকূলে উপকূলের ব্রিস্ট শহরের সানা মসজিদে এ ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ ইমাম ফ্রান্সের খুব পরিচিত এবং বিতর্কিত বলে চরম সমালোচনা রয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) সানা মসজিদ থেকে মুসল্লিরা নামাজ শেষে বের হওয়ার সময় গুলি চালায় বন্দুকধারী। বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। পরে তল্লাশি চালিয়ে একটি গাড়ির কাছে হামলাকারীর মরদেহ পাওয়া গেছে। নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। খবর ডয়েচে ভেলে।
পুলিশ বলছে, গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা এখন শঙ্কামুক্ত। এ ছাড়া তদন্তে পাওয়া গেছে হামলাকারী একজনই ছিল। তিনি বেশ কয়েকটি গুলি ছুড়েছেন।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বন্দুকধারী ফেসবুকে আগেই এ হামলার পরিকল্পনার বিষয়টি জানিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, বিভিন্ন বক্তব্যের জন্য আলোচিত ইমাম রশিদ এলজাইকে আগে থেকেই অনুসরণ করছিল হামলাকারী। গণমাধ্যমগুলোতে ওই ইমামকে ‘বিতর্কিত’ বলে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে উসকানিমূলক বিভিন্ন বক্তব্য ছড়ানোর অভিযোগ রয়েছে।
মসজিদ ও ইমামের বাড়ির ছাদে হামলা চালানো হলেও এখন পর্যন্ত কোন ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ ছাড়া ইমাম তার কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং বৃহস্পতিবারও তার ফেসবুক পেজে দশ লাগেরও বেশি লাইক ছিল।
ইমাম রেচিড এলজে নিজের কর্মকাণ্ডের কারণে অনেকদিন ধরেই বিতর্কিত ছিলেন। তিনি আগে রেচিড আবু হুদেইফা নামেই পরিচিত ছিলেন। তিনি বেশ কিছু বিতর্কিত বিবৃতি এবং ভিডিও তৈরি করে সেগুলো অনলাইনে প্রকাশ করেন।
২০১৫ সালে ফ্রান্সে একটি সন্ত্রাসী সিরিজ হামলার ঘটনার পরপরই আলোচনায় আসেন এই ইমাম। ২০১২ সালের একটি ভিডিওতে তাকে শিশুদের উদ্দেশে বলতে শোনা যায় যে, যারা গান শুনতে পছন্দ করে আল্লাহ তাদের শূকর অথবা বানর বানিয়ে দেবেন। সে সময় তার ভিডিও চ্যানেলটির ফলোয়ার ছিল ৬৮ হাজার।
২০১৬ সালের এপ্রিলে তৎকালীন ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদে টেলিভিশনের এক ভাষণে বলেছিলেন, ব্রিস্ট মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে এবং এর ইমাম দোষী সাব্যস্ত হয়েছেন। কিন্তু পরবর্তীতে জানা যায় যে, এই তথ্য সঠিক ছিল না।
পরবর্তীতে সামাজিক মাধ্যম ফেসবুকে ওলাদের বক্তব্যের জবাবে ওই ইমাম বলেন, ব্রিস্টের ইমাম কোন সন্ত্রাসী অপরাধ করেননি। সে কোন আইন ভাঙেনি। এরপর থেকেই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে হত্যার হুমকি আসতে থাকে।
ওই ইমামের বাড়ি এবং মসজিদ খুঁজেও কিছু পাওয়া যায়নি। এরপর থেকেই তিনি তার কাজকর্ম স্বাভাবিকভাবেই চালিয়ে যেতে থাকেন। বৃহস্পতিবার তার একটি ফেসবুক পেজে লাইকের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়।
এইচকে/ আইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়