কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে সাড়ে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার!
উদ্ধার হওয়া অজগর সাপ হাতে উদ্ধারকর্মীরা। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জে সাড়ে ১২ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার (৪ সেপ্টেম্বর ) দুপুর ১২ টায় উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগান ফুলবাড়ী চা বাগানের ১৬ নম্বর সেকশন থেকে এ অজগরটি উদ্ধার করা হয়।
সাপটি সুস্থ থাকায় আজ দুপুর ১ টায় কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
স্থানীয়রা জানায়, ‘দুপুরে সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে সাড়ে ১২ ফুট লম্বা ১টি অজগর সাপটি দেখা যায়। তার ওজন ছিল ১৫ কেজির মতো। খাবারের সন্ধানে প্রায় সময় এভাবে লোকালয়ে সাপ চলে আসে,শুধু অজগড় সাপ নয় অন্য প্রাণীরাও এভাবে চলে আসে। পরে, লাউয়াছড়া বন্যপ্রাণি বিভাগকে খবর দিলে অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় তারা।’
বন বিভাগ সূত্রে জানা যায়, ফুলবাড়ি চা বাগান মহাব্যবস্থাপক লুৎফুর রহমান ফোন দিয়ে জানান, চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে একটি অজগর সাপটি পাশে আছে। পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম ও ক্রিয়েটিভ কনজারভেসন ধষষরধহপব ফিল্ডে এসিস্টেন্ট চঞ্চল গোয়ালা গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসে। সাপটি সুস্থ থাকায় লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে বলে জানান বন্যপ্রাণী বিভাগ।
ক্রিয়েটিভ কনজারভেসন ফিল্ডের এসিস্টেন্ট চঞ্চল গোয়ালা জানান,‘বন বিভাগের কাছে ফুলবাড়ি চা বাগান মহাব্যবস্থাপক লুৎফুর রহমানের ফোন আসার পরে আমি সেখানে যাই সাথে বন বিভাগের টিম ও ছিল। সাপটি সুস্থ থাকায় বন বিভাগের সদস্য সিদ্দেক মিয়া, টুরিস্ট পুলিশ, ইকো গাইডের উপস্থিতিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করে দেই।’
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান,‘ফুলবাড়ি চা বাগান মহাব্যবস্থাপক লুৎফুর রহমান মাধ্যমে খবর পাওয়ার সাথে সাথে আমরা অজগর সাপটি উদ্ধার করি। এটা সাড়ে ১২ ফুটের মতো লম্বা ও ওজন ১৫ কেজির মতো ছিল। সাপটি সুস্থ থাকায় পর্যবেক্ষণ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।’
আই নিউজ/এইচএ
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- শাপলা ফুলের ছবি বৈশিষ্ট্য উপকারিতা ও বর্ণনা