হুমায়ুন কবির, ঠাকুরগাঁও (রাণীশংকৈল)
বন্যপ্রাণী হ ত্যা র অপরাধে ৫ আদিবাসী শিকারিকে জরিমানা
শিকার করা বন্যপ্রাণীসহ আটক আদিবাসী শিকারিরা। ছবি- আই নিউজ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১০টি প্রজাতির বন্যপ্রাণী শিকারের পরাধে ৫ জন আদিবাসী শিকারিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেক শিকারীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে শিকার করা প্রাণীসহ আটক করেন। উপজেলার রাতোর ইউনিয়নের চৌরঙ্গী-ফরিঙ্গাদিঘি এলাকা থেকে ৫ শিকারিকে আটক ও ১০টি মৃত বন্যপ্রাণীসহ পাওয়া যায়। এসময় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আসীম মল্লিকসহ ওই দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আসীম মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতোর ইউনিয়ন থেকে বন্যপ্রাণী শিকার করার সময় একটি সিএনজি গাড়িসহ ৫ জন আদিবাসী শিকারিকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে শিকার করা বিরল প্রজাতির বন্যপ্রাণী ১টি মৃত বনবিড়াল ও ৯টি বেজি পাওয়া যায়। সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ৫ শিকারি ও শিকার করা বন্যপ্রাণীদের জব্দ করে তার কার্যালয়ে নিয়ে যায়। সন্ধ্যায় বন সংরক্ষণ আইনে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে জরিমানা করেন।
বন্যপ্রাণী শিকারের দায়ে অভিযুক্তরা হলেন- দিনাজপুর বীরগঞ্জ উপজেলার পঁচিশ মাইল এলাকার মৃত সরকার সরেনের ছেলে হপনা সরেন, একই এলাকার মঙ্গল হাজদার ছেলে রবি হাজদা,নরেন হেমরমের ছেলে বাটুল হেমরম, শাহা মর্মুর ছেলে সুকল মর্মু ও মৃত চুরকা মার্ডির ছেলে মঙ্গল মার্ডি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বন বিভাগের কর্মকর্তার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিকার করা একটি মৃত বনবিড়াল ও নয়টি বেজি উদ্ধারসহ ৫ শিকারিকে আটক করা হয়। পরে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন ২০১২ এর ৬ ধারায় তাদেরকে জরিমানা করা হয়েছে। পরে উদ্ধার করা বন্য প্রাণীগুলোকে মাটিতে পুঁতে ফেলা হয়। এবং প্রাণী শিকার করা সরঞ্জাম ধ্বংস করা হয়।
আই নিউজ/এইচএ
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- শাপলা ফুলের ছবি বৈশিষ্ট্য উপকারিতা ও বর্ণনা