আই নিউজ প্রতিবেদক
ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড, যেভাবে আবেদন করতে হবে
শুরু হয়ে গেছে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের রেজিষ্ট্রেশন।
৮ম শ্রেণী হতে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড ২০২৪ এর আয়োজন করেছে বন অধিদপ্তর। শুরু হয়ে গেছে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের রেজিষ্ট্রেশন। ৮ম শ্রেণী হতে দ্বাদশ শ্রেণীর যেকেউ চাইলেই রেজিস্ট্রেশন করে এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন।
ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য প্রত্যেক প্রতিযোগীকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় নাম, বাবা-মায়ের নামসহ সব ধরনের বৈধ তথ্য উল্লেখ করতে হবে।
আগামী প্রজন্মকে বন্যপ্রাণী সংরক্ষণে এগিয়ে নিতে এবং সমাজে জনসচেতনতা সৃষ্টিতে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। এর জন্য এই বন্যপ্রাণী অলিম্পিয়াড নিয়ে ব্যাপক প্রচার করা হচ্ছে। শিক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে অংশগ্রহণের জন্য।
বিজয়ী নির্বাচনের ধাপসমূহ
দুটি পর্যায়ে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড আয়োজিত হবে। নিবন্ধনকৃত শিক্ষার্থীরা জেলা পর্যায়ের অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। প্রতিটি জেলা অলিম্পিয়াডে ন্যূনতম ১৫৬২ শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
জেলা পর্যায়ের অলিম্পিয়াডে প্রতি ক্যাটাগরি থেকে ৩ জন শিক্ষার্থী বিজয়ী নির্বাচন করা হবে। বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জাতীয় অলিম্পিয়াড। ২টি ক্যাটাগরিতে মোট ৬ জন শিক্ষার্থী জাতীয় অলিম্পিয়াডের বিজয়ী নির্বাচিত করা হবে।
পরীক্ষা পদ্ধতি
অলিম্পিয়াডে প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান ১ এবং প্রতিটি লিখিত প্রশ্নের মান হবে ২। বহুনির্বাচনি প্রতি ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।
জেলা অলিম্পিয়াডে ৩০টি প্রশ্ন থাকবে। প্রশ্নের ধরণ: বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন। সময়: ৩০ মিনিট।
জাতীয় পর্বে ৪০টি প্রশ্ন থাকবে। প্রশ্নের ধরণ: বহুনির্বাচনি, সংক্ষিপ্ত প্রশ্ন ও লিখিত প্রশ্ন। সময়: ১ ঘণ্টা।
পুরস্কার
জেলা পর্যায়ের সকল অংশগ্রহণকারী ই-সার্টিফিকেট পাবে। জেলা পর্যায়ের বিজয়ীরা টি-শার্ট, বিজয়ী সার্টিফিকেট ও মেডেল পাবে।
জাতীয় পর্বের বিজয়ীরা টি-শার্ট, বিজয়ী সার্টিফিকেট ও মেডেল পাবে। জাতীয় পর্বের প্রতি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় বিজয়ী পাবে যথাক্রমে ৫০০০০, ৩০০০০ ও ২০০০০ টাকা।
ফলাফল প্রকাশ
জেলা অলিম্পিয়াডের ফলাফল ওয়েবসাইট ও ফেসবুক পেইজে প্রকাশিত হবে।
আই নিউজ/এইচএ
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে