প্রাণ-প্রকৃতি ডেস্ক
সমুদ্র রক্ষায় অতিরিক্ত মাছ শিকার বন্ধের আহ্বান
সমুদ্রে প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্টদের এখনই উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়েছে। সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) দ্রুত সমুদ্রে অতিরিক্ত মৎস্য আরোহণ বন্ধের ব্যবস্থা নিতে হবে। তিন শতাধিক বিজ্ঞানী সম্প্রতি এমন একটি বিবৃতি দিয়েছেন। খবর ইউরোনিউজ।
বিজ্ঞানীদের বার্তা ইউরোপীয় ইউনিয়নের পরিবেশ ও জলবায়ু, সমুদ্র ও মৎস্য শাখার প্রধান ভিরগিনিজুস সিনকেভিসিয়াস বরাবর পাঠানো হয়েছে। এ সপ্তাহের শুরুতে পাঠানো এ বিবৃতিতে বলা হয়, জলবায়ু সংকট মোকাবিলা ও জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য আরোহণের সর্বোচ্চ সীমা দ্রুত নির্ধারণ করতে হবে।
এ বিবৃতিতে স্বাক্ষরকারী এক বিজ্ঞানী ড. রাইনের ফ্রঁসে বলেন, ‘অতিরিক্ত মৎস্য আরোহণের অর্থ হলো সমুদ্র থেকে নির্দিষ্ট পরিমাণের বেশি মাছ সংগ্রহ করা। সত্যিকার অর্থে, এটি সম্পূর্ণই বোকামি ছাড়া কিছু নয়। এতে জলজপ্রাণীর ভাণ্ডার ছোট হয়ে যায়, আর ভাণ্ডার ছোট মানে পরে আর মাছ না পাওয়ার ঝুঁকি। ফলে এটা বোকামি। অতিরিক্ত মৎস্য আরোহণ আসলে মাছ শিকারিদের সাহায্য করছে না। আসলে কারো জন্যই এটি ভালো নয়’।
রেভ ওসে- এর বিজ্ঞানী অধ্যাপক অ্যালেক্স রজার্স বলেন, ‘অতিরিক্ত মৎস্য আরোহণ জীববৈচিত্র ধ্বংসের সবচেয়ে বড় কারণ। আমাদের প্রয়োজন সুস্থ ও উৎপাদনক্ষম সমুদ্র। আর এমন সমুদ্র পেতে অতিরিক্ত মৎস্য আরোহণ বন্ধ করা হচ্ছে চাবিকাঠি’।
উল্লেখ্য, সম্প্রতি ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) নামে জীববৈচিত্র রক্ষার সঙ্গে জড়িত একটি সংগঠনের প্রতিবেদনে জানানো হয়— ৫০ বছরে বিশ্বে বন্যপ্রাণীর সংখ্যা দুই-তৃতীয়াংশ কমে গেছে ।
জীববৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা কয়েক হাজার প্রজাতির বন্যপ্রাণীর ওপর গবেষণা চালিয়ে দেখেছেন স্তন্যপায়ী, খেচর, উভচর, সরীসৃপ এবং মৎস্যকুলের মধ্যে অন্তত ২০ হাজার প্রজাতি ১৯৭০ সালের পর বিলুপ্ত হয়ে গেছে।
এছাড়াও, ২০০০ সালের পর থেকে ১৯ লাখ বর্গকিলোমিটার বন্যপ্রাণীর আবাসভূমি বিলুপ্ত হয়েছে। হুমকির মুখে রয়েছে বন্যপ্রাণীর ১০ লাখ প্রজাতি। এ সময়ে ১৩০ কোটি টন খাদ্য নষ্ট করা হয়েছে। এ বাবদে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে এক ট্রিলিয়ন মার্কিন ডলার।
আইনিউজ/এসডিপি
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে