আইনিউজ ডেস্ক
৬০ কিমি পথ পাড়ি দিয়ে কুকুর ছানার বাড়ি ফেরা!
মনিবের সঙ্গে বেড়াতে গিয়ে ২৬ দিন আগে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর প্রিয় কুকুর ছানাকে ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন, তখনই বাড়ি ফিরল দোউ দোউ।
জানা গেছে, ২৬ দিনে প্রায় ৬০ কিলোমিটার পথ হেঁটেছে কুকুর ছানাটি।
চীনের হাংঝোউ কিউ নামে এক ব্যক্তির পোষ্য দোউ দোউ। ওই পরিবারের সবার খুব আদরের সে। সবাই মিলে বেড়াতে গিয়ে হারিয়ে যায় কুকুর ছানাটি।
বাড়ি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে একটি সার্ভিস স্টেশনে গাড়ি দাঁড় করিয়েছিলেন কিউ। সেই সময়েই দোউ দোউ হারিয়ে যায়। অনেক খুঁজেও পাওয়া যায়নি। হতাশ হয়ে সকলে বাড়ি ফিরে আসেন।
দোউ দোউ হারিয়ে যাওয়ায় সবারই মন খারাপ ছিল। একটা সময় তাকে ফিরে পাওয়ার আশাও ছেড়ে দেন তারা। কিন্তু ঠিক ২৬ দিন পর হঠাৎ দরজার সামনে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চমকে যান। খুবই ক্লান্ত সে। সারা গায়ে ময়লা।
মনিব কিউ জানান, বাড়ি ফেরার আনন্দে চোখগুলো যেন আরও ঝকঝক করছে। তার পোষ্যর এভাবে বাড়ি ফিরে আসার কাহিনি যারাই শুনছেন, তারাই অবাক হয়ে যাচ্ছেন।
চীনের এক পশু বিশেষজ্ঞ স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, কুকুরের এমন ক্ষমতা নতুন কিছু নয়। তবে এতটা দূর থেকে পথ চিনে বাড়ি ফেরাকে বেনজির প্রতিভা বলতেই হবে।
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে