নিজস্ব প্রতিবেদক
উইকিলাভের ৮ম আসরে সেরা বাংলাদেশি তরুণের ছবি
তৌহিদ পারভেজ বিপ্লব ও তার তোলা ছবি
আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা উইকিলাভে ৮ম আসরে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশি তরুণ তৌহিদ পারভেজ বিপ্লব। ৩৪ দেশের ১ লক্ষাধিক ছবির মধ্যে তার ছবিটি সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।
২০১২ সাল থেকে আয়োজিত হওয়া এই প্রতিযোগিতায় প্রতি বছর সারা বিশ্ব থেকে কয়েক লাখ আলোকচিত্রীর ছবি জমা পড়ে। সেখান থেকে বেছে নেয়া হয় সেরা কিছু ছবি।
তৌহিদ পারভেজ বিপ্লব পেশায় ব্যবসায়ী হলেও ২০১৫ সাল থেকে প্রফেশনাল ফটোগ্রাফির সাথে যুক্ত রয়েছেন। তার আরো দুটি ছবি সেরা ১০ এর মধ্যে রয়েছে।
উইকি লাভস আর্থ ২০২০-এ মে থেকে শুরু হয়ে জুলাই পর্যন্ত ছবি জমা পড়ে। আগস্টে সব দেশ থেকে ১০টি করে সেরা ছবি আন্তর্জাতিক প্রাঙ্গনে পাঠানো হয়। বাংলাদেশ থেকে ৩০৪ জনের ১ হাজার ৮৯৪টি জমা পড়ে।
সেখানে তৌহিদ পারভেজ বিপ্লব ১ম, ৪র্থ ও ৬ষ্ঠ স্থান নিয়ে সেরা ১০-এ অবস্থান করে। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে এই ৩টি ছবি ছাড়াও আরও ৭টি ছবি নির্বাচিত হয়।
তৌহিদ পারভেজ বিপ্লব ছাড়াও বাংলাদেশের আলোকচিত্রী নেওয়াজ শরিফ, মেহেদি হাসান এবং দিপুর তোলা ছবিও স্থান পেয়েছে।
১ লক্ষ ৬ হাজার ছবির মধ্যে তৌহিদ পারভেজ বিপ্লবের ছবি প্রথম, ইতালিয়ান আলোকচিত্রী লুকা ক্যাসেলের ছবি দ্বিতীয়এবং তৃতীয় হয়েছে নেওয়াজ শরিফের তোলা রাতারগুলের ছবি। এছাড়াও সপ্তম স্থানে মেহেদি হাসান এবং ১৫তম স্থানে রয়েছে দিপুর তোলা ছবি।
আইনিউজ/এসডিপি
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে