Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬, ২১ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৩:১৭, ২১ ডিসেম্বর ২০২০

হাতির ধাক্কায় খুলে গেল ট্রেনের ৬টি চাকা

বন থেকে আসা বন্য একটি হাতির সঙ্গে ধাক্কা লেগে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।  ভারতের ওড়িশার হাতিবাড়ি ও মানেসর স্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঘটনাটি। হাতির ধাক্কা লেগে লাইনচ্যুত হয়ে যায় পুরী-সুরাট এক্সপ্রেস।

খবর কলকাতার প্রকাশিত খবরানুযায়ি, হাতির সাথে ধাক্কা খাওয়ার পর ট্রেনের ৬ টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। যদিও এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রীরা প্রত্যেকে সুরক্ষিত রয়েছে।

জানা গেছে, পুরী-সুরাট ট্রেনের সামনে হাতিটি চলে আসে। চালকেরা ব্রেক কষে দাঁড় করানোর আগেই হাতির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। যারফলে ঘটে দুর্ঘটনা।

মোটামুটি ভাবে ট্রেনের গতিবেগ ছিল ৫০ কিমি প্রতি ঘন্টা। রবিবার (২০ ডিসেম্বর) রাত ২ টা ৪ মিনিটে হাতিটির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনের। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ইঞ্জিনের সামনের দিকের ৬ টি চাকা লাইন থেকে নীচে পড়ে যায়।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়