Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩০, ২৯ ডিসেম্বর ২০২০

উত্তর-পূর্বাঞ্চলের মৎস্য এবং জলজ সম্পদ রক্ষায় উদ্যোগ

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর, খাল-বিল; প্রাকৃতিক জলাশয় মাছের আঁধার। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে কমছে মাছের উৎপাদন, ক্ষতিগ্রস্ত জলজ উদ্ভিদ বৈচিত্র্য।

ঠিক এ অবস্থায় দেশের উত্তর পূর্বাঞ্চলের মৎস্য এবং জলজ সম্পদের ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোগ নিয়েছে মৎস্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) কমিউনিটি বেজ্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড অ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেল এন্ড রেস্টুরেন্টে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মৎস্য অধিদপ্তর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজ।

প্রকল্প কর্মকর্তা সমির সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তৌফিক আরিফ।

এ প্রকল্পটি বাস্তবায়ন হলে জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলের মৎস্য এবং জলজ সম্পদের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানান আলোচকরা।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়