বাগেরহাট প্রতিনিধি
ঘরের পাটাতন থেকে ১৯টি হরিণের চামড়া উদ্ধার
বাগেরহাটে একজনের ঘরের পাটাতন থেকে হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। একটি, দুটি নয়। ১৯টি হরিণের চামড়া পাওয়া গেছে ঘরের পাটাতনে।
শনিবার (২৩ জানুয়ারি) রাত পৌনে দুইটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাসস্ট্যাণ্ড সংলগ্ন মনিরের ঘর থেকে এই চামড়া উদ্ধার করে।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে জানা গেছে।
শনিবার দুপুরে বাগেরহাট জেলা পুলিশের সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এসব তথ্য জানান। এসময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ ও মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মোঃ মতিন হাওলাদার ওরফে মতি কাজীর ছেলে মোঃ ইলিয়াস হাওলাদার (৩৫) এবং সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের মোঃ মোশারেফ শেখের ছেলে মোঃ মনিরুল ইসলাম শেখ (৪৮)। মনিরুল ইসলাম বর্তমানে শরণখোলা উপজেলার রায়েন্দা বাসস্ট্যাণ্ড এলাকায় বসবাস করেন। তার বাসার পাটাতন থেকে এইসব চামড়া উদ্ধার করে পুলিশ।
পঙ্কজ চন্দ্র রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা জানতে পারে যে, মনিরুলের বাসায় হরিণের চামড়া বিক্রি হচ্ছে। গভীর রাতে গোয়েন্দা পুলিশের সদস্যরা তার বাসায় অভিযান চালিয়ে মোঃ ইলিয়াস হাওলাদার ও মোঃ মনিরুল ইসলামকে আটক করে। এসময় অজ্ঞাতনামা আরও কয়েকজন পালিয়ে যায়। পরে মনিরের বাসায় তল্লাশি চালিয়ে পাটাতনে রাখা দুটি ব্যাগ থেকে ১৯টি চামড়া উদ্ধার করে পুলিশ সদস্যরা।ঘটনায় মামলা দায়ের পূর্বক চামড়াগুলো ও আটককৃত পাচারকারীদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।
আইনিউজ/এইচএ
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে