Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৫, ২ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৭:০২, ২ ফেব্রুয়ারি ২০২১

শ্রীমঙ্গলের চা বাগানে আহত অবস্থায় চিত্রা হরিণ উদ্ধার

ছবি: সাজু মারছিয়াং

ছবি: সাজু মারছিয়াং

শ্রীমঙ্গলের চা বাগানের সেকশন থেকে আহত অবস্থায় একটি চিত্রা হরিণ উদ্বার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের সেকশন থেকে আহত অবস্থায় চিত্রা হরিণটিকে উদ্ধার করা হয়। হরিণের পেটের নিচের দিকে ক্ষতের চিহ্ন রয়েছে।

হরিণটি বন্যশুকর বা শিয়ালের আক্রমণের শিকার বলে ধারণা করছেন ভেটেরিনারি সার্জন ডা. কর্ন চন্দ্র মল্লিক ছবি: SAJU MARCHIANG

তবে শ্রীমঙ্গল উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. কর্ন চন্দ্র মল্লিক জানান, চিত্রা হরিণটি কোন প্রাণী আক্রমন করেছে। হরিণের ক্ষতস্থানে বন্যশুকরের দাতের চিহ্ন পাওয়া গেছে। 

ডা. কর্ন চন্দ্র মল্লিকের ধারণা চিত্রা হরিণটি বন্যশুকর অথবা শিয়ালের আক্রমণের শিকার হয়েছে।

মঙ্গলবার বিকেলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট ঋষি বড়ুয়া স্থানীয় চা শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে আহত হরিনটি উদ্বার করে নিয়ে আসেন।

আহত হরিণটিকে আপাতত লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে রাখা হবে বলে জানা গেছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়