রিপন দে, মৌলভীবাজার
আপডেট: ১৭:১৫, ৬ ফেব্রুয়ারি ২০২১
লাল হনুমান যে কারণে মহাবিপন্ন
লাউয়াছড়ায় মুখপোড়া হনুমান। ছবি : আদনান আজাদ আসিফ
সচারাচর দলের সঙ্গে ঘুরে বেড়ায়। দলে থাকা শক্তিশালী পুরুষ দলের নেতা। এরা মুখপোড়া হনুমান বা লাল হনুমান নামেই পরিচিত। মহাবিপন্ন প্রাণীদের একটি এই লাল হনুমান। এরা খুব শান্তিপ্রিয় প্রাণী।
সবুজ বনের উঁচু গাছের ডালে ডালে ঘোরাঘুরি করে এরা। চলাফেরা, খাবার সংগ্রহ, ঘুম, খেলাধুলা, বিশ্রাম, প্রজনন—সবকিছু গাছেই সম্পন্ন করে। এদের ইংরেজি নাম CAPPED LEAF MONKEY বৈজ্ঞানিক নাম Trachypithecus pileatus।
এ প্রাণীদের একেকটি দলে সচরাচর দুই থেকে ১৪টি করে প্রাণী থাকে। মহাবিপন্ন প্রজাতির প্রাণী হওয়ায় বর্তমানে খুব একটা দেখা যায় না এদেরকে।
প্রাণীজগতের বেশিরভাগ প্রাণী আজ বিরল বা বিপন্ন প্রজাতিতে অন্তর্ভুক্ত হচ্ছে। আর দিনে দিনে যে বেগে প্রাণী কমছে সে বেগেই প্রকৃতি হারাচ্ছে তার স্বাভাবিক প্রাকৃতিক ভারসাম্য। সুন্দর এ প্রাণীদের একটি হচ্ছে মুখপোড়া হনুমান বা লাল হনুমান।
মুখপোড়া হনুমান বা লাল হনুমানকে সাধারণত মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ সাতছড়ি জাতীয় উদ্যান, আদমপুর বিট ও রেমা-কালেঙ্গা বন্য প্রাণী অভয়ারণ্যে দেখা যায়। তাছাড়া সিলেট এবং চট্টগ্রামের চির সবুজ বনেও দেখা মিলে মাঝে মাঝে। এরা শান্তিপ্রিয়, সাধারণত দিনের বেলায় বের হয়।
বানর গবেষক তানভীর আহমদ জানান, দিন দিন মানুষের দখলে চলে যাচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল। বন্যপ্রাণীদের বাসস্থান দখল করে মানুষ গড়ে তোলছে ঘর-বাড়ি ও কলকারখানা। দেশের প্রতিটি বন হারাচ্ছে জীব-বৈচিত্র্য। হুমকির মুখে আছে বেশির ভাগ প্রজাতির প্রাণীর ভবিষৎ। এভাবে চলতে থাকলে একদিন হয়তো শুধু ছবির পাতাতেই খুঁজে পাওয়া যাবে প্রাণিজগৎ।
হাজারও বৈচিত্র্যময় প্রাণীতে ভরপুর ছিল এ সবুজ শ্যামল বাংলাদেশ। যা এখন অনেকটাই নেই বললেই চলে। মুখপোড়া হনুমান বা লাল হনুমান মানুষের মতই প্রাইমেট বর্গের সদস্য। ‘লম্বা লেজওয়ালা’ মুখপোড়া হনুমানের লোমবিহীন মুখমণ্ডল, কান, হাত ও পায়ের পাতা কালো। মাথার চূড়া ও লেজের আগাও কালো। পিঠ ও দেহের ওপরের লোম গাঢ় ধূসর-বাদামি এবং বুক-পেট ও দেহের নিচ লালচে-বাদামি বা সোনালি। মাথার পেছনে লোম এমনভাবে মাথা ঢেকে রেখেছে দেখে মনে হবে যেন টুপি পরে আছে।
এদের খাদ্য তালিকায় রয়েছে ফুল, ফল ও কচি পাতা। তবে আমড়া, আমলকী, হরীতকী, বহেড়া ইত্যাদি ফলও বেশ পছন্দ। মার্চ–জুলাই মাসে এরা প্রজনন সম্পন্ন করে। বন-জঙ্গল ধ্বংসের কারণে দিনে দিনে এদের সংখ্যা যে হারে কমছে, এখনই কোনো ব্যবস্থা না নিলে বিপন্ন এ প্রাণী অচিরেই হারিয়ে যাবে।
আইনিউজ/এইচএ
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে