হাসানাত কামাল
আপডেট: ০০:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০২১
হাকালুকি হাওরে দেখা মেলেনি দুর্লভ পাখির, পানি কম-পাখিও কম
বিশ্বের বৃহৎ হাকালুকি হাওরের বুক পানি শুকিয়ে কাঠ। সেঁচ আর অবাধে মাছ নিধনের ফলে বিপন্ন জলজ সম্পদ। বিলগুলোতে কমেছে পানি, তাই কমেছে পাখির সংখ্যাও। এবছর দেখা মেলেনি বিশ্বের দুর্লভ বেয়ারের ভুতিহাঁস। অথচ অন্যান্য বছর এই সময়ে মহাবিপন্ন এই পাখি হাকালুকি হাওরে দেখা গেছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ও বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুইদিনে পুরো হাওর চষে পাখি বিশেষজ্ঞরা দেখলেন গত বছরের চেয়ে এবছর পাখি কমেছে অর্ধেকেরও বেশি। যদিও আছে ভিন্ন ব্যাখা।
এবছর দেখা মেলেনি বিশ্বের দুর্লভ বেয়ারের ভুতিহাঁস। অথচ এই সময়ে মহাবিপন্ন এই পাখি হাকালুকি হাওরে দেখা গেছে।
শুমারিতে গত দুইদিনে হাকালুকি হাওরের ৪৩টা বিলে পাখি গণনা করা হয়। দেখা মিলেছে ৪৬ প্রজাতির ২৪ হাজার ৫৫১টি জলচর পাখির উপস্থিতি পাওয়া গেছে। অথচ গত বছর অর্থাৎ ২০২০ সালের শুমারিতে হাওরের বিলগুলোতে ৫৩ প্রজাতির ৪০ হাজার ১২৬টি জলচর পাখির দেখা মেলে।
বাংলাদেশ বার্ড ক্লাবের তথ্যমতে, ২০১৭ সালে হাকালুকি হাওরে স্থানীয় ও পরিযায়ী পাখির সংখ্যা ছিল ৫৮ হাজার ২৮১। ২০১৮ সালে তা কমে এসে দাঁড়ায় ৪৫ হাজার ১০০-তে। ২০১৯ সালে আরো কমে যায় পাখি। তখন গণনা করে পাওয়া যায় ৩৭ হাজার ৯৩১টি পাখি। তবে ২০২০ সালে বাড়ে পাখির সংখ্যা। শুমারিতে এ হাওরে ৫৩ প্রজাতির ৪০ হাজার ১২৬টি পাখির উপস্থিতি দেখা যায়।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন (আইইউসিএন), প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ বার্ড ক্লাব এবছর হাকালুকি হাওরের ৪৬টি বিলে শুমারি পরিচালনা করে। এবছরের শুমারিতে দুটি গ্রুপে ৪টি দলে পাখি গণনা করা হয়। সহযোগিতা করে বন বিভাগ।
হাকালুকি হাওরে কম পানিতে বসবাসকারী পাখি দেখা গেছে বেশি। বক বা বগলা চোখে পড়ার মতো
শুমারিতে যে ২৪ হাজার ৫৫১টি পাখির দেখা মিলেছে, তারমধ্যে ১৪ প্রজাতির ৬ হাজার ৪৭২টি বিভিন্ন প্রজাতির হাঁস। হাঁসের মধ্যে সর্বোচ্চ ২ হাজার ১২ টি গেডওয়ালের দেখা মিলেছে। এরমধ্যে হাওরখাল বিলে সর্বোচ্চ ৮ হাজার ৩৮৯টি জলজপাখির উপস্থিতি দেখা গেছে। তারমধ্যে ৭ হাজার ৯১৬টিই ওপেনবিল জাতের পাখি।
শুমারি শেষে দেশের প্রখ্যাত পাখি বিশেষজ্ঞ ড. ইনাম-আল-হক বলেন, ‘এ বছর পাখি গণনা করা হয়েছে একুট দেরিতে। সাধারণত শুমারি হয় ফেব্রুয়ারির শুরুতে। এ বছর শুমারি হয়েছে ফেব্রুয়ারি শেষে করা। বিলের পানি কম আছে, পাখিও কম।’ তিনি বলেন, ‘তাতে বোঝা যায়না হাওরেই পাখি কম আছে। যখন পানি বেশি ছিলো, তখন হয়তো পাখি বেশি ছিলো।’
তবে তিনি বলেন, ‘এবছর বিরল কোনো পাখি পাইনি। সাধারণত বিরল ও বিপন্ন পাখি যেটা দেখা যায়, সেটা ভুতি হাঁস। এবছর সেটা দেখা যায়নি।’
হাকালুকি হাওরের বিলগুলোতে কমেছে পানি, তাই কমেছে পাখির সংখ্যাও
উপমহাদেশের খ্যাতিমান এ পাখি বিশেষজ্ঞ বলেন, পাখি কম। বিরল পাখিও পাওয়া যায়নি। তবে পাখি খুব ভালো আছে, বিশেষ করে কম পানিতে যেসব পাখি ভালো থাকে। যেমন কালেম, অনেক কালেম পেয়েছি। আছে শামুকখোল, নানান জাতের বক, এদের সংখ্যা অনেক বেশি দেখেছি। সেজন্য মনে হয় বহু বিলে পাখির অবস্থা ভালো। কম পানিতে যেসব পাখি ভালো থাকে, তারা অনেক আছে।’
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ও বুধবার (২৪ ফেব্রুয়ারি) পাখি শুমারিতে অংশ নেন বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পাখি বিশেষজ্ঞ ইনাম-আল-হক, সহসভাপতি তারেক অণু, আইইউসিএনের প্রধান গবেষক সীমান্ত দিপুসহ অন্যান্য গবেষকেরা।
আইনিউজ/.এইচকে
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে