Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

প্রাণ-প্রকৃতি ডেস্ক

প্রকাশিত: ০০:০৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৭:১৪, ১৯ এপ্রিল ২০২১

যে পাখি ‘অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী’

অর্ধেক নারী আর অর্ধেকটা পুরুষের মতো দেখতে যে পাখি

অর্ধেক নারী আর অর্ধেকটা পুরুষের মতো দেখতে যে পাখি

কাজী নজরুল ইসলাম বলেছিলেন,

‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর,

অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’ 

অর্থাৎ সর্বক্ষেত্রে উন্নয়নে নারী ও পুরুষ একে অপরের সহকর্মী। তাইতো এবার এমন এক পাখির দেখা মিলল যার অর্ধেক পুরুষ আর অর্ধেকটা নারী মতো।  

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে দেখা গেছে ‘নর্দার্ন কার্ডিনাল’ নামের সেই বিরল প্রজাতির পাখিটির। এই পাখির পুরুষ বা নারী প্রজাতি আলাদা আলাদা থাকলেও এই প্রথম মিশ্র লিঙ্গে দেখা গেছে নর্দার্ন কার্ডিনালকে।

আলোকচিত্রী জেমি হিলের তোলা অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী  ‘নর্দার্ন কার্ডিনাল’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষ কার্ডিনালগুলো হয় উজ্জ্বল লাল রঙের এবং নারী কার্ডিনালগুলো হয় ফ্যাকাসে বাদামি রঙের। তাই ধারণা করা হচ্ছে সম্প্রতি দেখা পাখিটি মিশ্র লিঙ্গের হবে।

এই পাখিটির আলোকচিত্রী ৬৯ বছর বয়সী অবসরপ্রাপ্ত পাখিবিদ জেমি হিল। বিবিসির সাক্ষাৎকারে তিনি বলেছেন, এমন মুহূর্ত "সারাজীবনে শুধু একবার পাওয়া যায়, লাখে একটা ঘটনা"।

পুরুষ ‘নর্দার্ন কার্ডিনাল’

জেমি হিল তার বন্ধুর কাছ থেকে জানতে পারেন পেনসিলভানিয়ায় তিনি একটি অন্যরকম পাখি দেখেছেন। হিল ভেবেছিলেন পাখিটি হয়তো লুইসিস্টিক সমস্যায় আক্রান্ত হতে পারে। (লুইসিসস্টিক হলো পাখির পালকের রঙ হারিয়ে বর্ণহীন হয়ে যাওয়া)। কিন্তু পাখিটি যে অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ হবে তা ভাবেননি ভুলক্রমেও।

বন্ধুর মোবাইল ফোনে ধারণ করা ছবি দেখার পরে সেই বাড়িতে যান। এবং মাত্র এক ঘণ্টার মধ্যে তিনি দেখা পান বিরল সেই পাখির। এরই সাথে ছবি তুলতে সক্ষম হন। 

নারী ‘নর্দার্ন কার্ডিনাল’

জেমি হিল তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ছবিগুলো তোলার পরে, আমার হৃদয়টা পরবর্তী পাঁচ ঘণ্টা ধরে ধক ধক করে কাঁপছিল।

ওয়েস্টার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রায়ান পিয়ার নর্দার্ন কার্ডিনাল পাখি নিয়ে গবেষণা করেছেন। তিনি জানান, কোষ বিভাজনের সময় ত্রুটির কারণেই একটি পাখির বাইলেটারাল গাইনানড্রোমর্ফ হতে পারে।

একসাথে পুরুষ ও নারী ‘নর্দার্ন কার্ডিনাল’

তিনি আরও বলেন, একটি ডিম এবং এর সাথে সম্পর্কিত অঙ্গ আলাদা আলাদা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। এর ফলে জন্ম নেয়া পাখিটি নারী ও পুরুষের দ্বৈত বৈশিষ্ট্য সম্পন্ন হয়।

এর আগেও পেনসিলভানিয়ার আশেপাশের এলাকায় দেখা মিলেছে এই পাখির। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের উঠোনে রাখা পাখিদের খাবারের ঘর বা বার্ড ফিডারে এদের দেখা যায়।

সূত্র: বিবিসি

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়