Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৮, ২ এপ্রিল ২০২১
আপডেট: ১২:৪৮, ২ এপ্রিল ২০২১

এবার বন্ধ হলো চিড়িয়াখানাও

করোনাভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

শুক্রবার (২ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সারাদেশে এখন পর্যন্ত ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু রেকর্ড করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে দেশের বেশিরভাগ পর্যটনকেন্দ্রও বন্ধ করেছে সরকার। পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির সকল পর্যটনকেন্দ্র বন্ধ। মৌলভীবাজার জেলারও সকল পর্যটনকেন্দ্র, চিড়িয়াখানা, বাগান বন্ধ ঘোষণা করা হয়েছে। 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়