Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ১৮ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:৩২, ১৮ এপ্রিল ২০২১

কংক্রিটের অবকাঠামো ও নগরায়ণে বেড়েছে তাপমাত্রা

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আধুনিক হচ্ছে বিশ্ব। সেই সাথে তাল মিলিয়ে চলছে বাংলাদেশ। তবে সেই আধুনিকতা কতোটা পরিবর্তন আনছে, কতোটা উপকার আনছে সেটাও দেখার বিষয়। নগরায়ণের ফলে বাড়ছে কংক্রিটের অবকাঠামো, দালানকোঠা। আর এসবের প্রতিক্রিয়া এসে পড়ছে তাপমাত্রার উপর।

‘সারফেস আরবান হিট আইল্যান্ড ইনটেনসিটি ইন ফাইভ মেজর সিটিজ অব বাংলাদেশ: প্যাটার্নস, ড্রাইভার অ্যান্ড ট্রেন্ডস’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে দেশের বড় শহরগুলোতে তাপমাত্রা বেড়ে যাওয়ার এমন তথ্য উঠে এসেছে। গবেষণাটি পরিচালনা করেছেন বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও কানাডার ছয়জন গবেষক।

গবেষণায় জানা গেছে, নগরায়ণের ফলে ইতোমধ্যেই দেশের পাঁচ শহরের তাপমাত্রা বেড়ে গেছে। এর মধ্যে রাজধানী ঢাকার নাম সবার উপরেই। এছাড়াও অন্য চারটি শহরের মধ্যে আছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট।

সাম্প্রতিক সময়ে হওয়া এ সংক্রান্ত গবেষণা বলছে, গ্রামাঞ্চলের তুলনায় ঢাকায় ২ দশমিক ৭৪ ডিগ্রি, চট্টগ্রামে ১ দশমিক ৯২, খুলনায় ১ দশমিক ২৭, সিলেটে ১ দশমিক ১০ ও রাজশাহীতে শূন্য দশমিক ৭৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।

তবে এই তালিকার বাইরে উল্লেখযোগ্য হারে তাপমাত্রা বেড়েছে রাজধানী ঢাকার উচ্চ ঘনবসতিপূর্ণ জায়গাগুলোতে। সেখানে তাপমাত্রা বাড়ার হার ৫ ডিগ্রি সেলসিয়াস।

জানা যায়, গত দুই দশকে ঢাকার তাপমাত্রা বেড়েছে সবচেয়ে বেশি আর তুলনামূলক কম বেড়েছে রাজশাহীর তাপমাত্রা। জনজীবনে তাপমাত্রা বাড়ার বিরূপ প্রভাব এরই মধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। তাপমাত্রার এ ভিন্নতায় দেখা দিচ্ছে রোগবালাইয়ের প্রকোপ। এক সময় ঢাকায় ডেঙ্গুর প্রকোপ না থাকলেও এখন তা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে গবেষকদের মধ্য থেকে অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্থ অ্যান্ড প্লানেটারি সায়েন্সেস বিভাগের আশরাফ দেওয়ান দেশের জনপ্রিয় গণমাধ্যম বণিক বার্তাকে জানান, গত দুই দশক অর্থাৎ ২০০০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে এ গবেষণা করা হয়েছে।

তিনি বলেন, গবেষণায় যে পাঁচ শহরের তথ্য বিশ্লেষণ করা হয়েছে, তার প্রতিটিতেই গ্রামের তুলনায় শহরের তাপমাত্রা বেড়েছে।

তবে কেন এই তাপমাত্রা এমন হারে বাড়ছে জানতে চাইলে তিনি বলেন, নগরায়ণের ফলে দেশে বাড়ছে কংক্রিটের অবকাঠামো তৈরির পরিমাণ কয়েক গুন। একইসাথে তাল মিলিয়ে বাড়ছে জনসংখ্যার হার, ঘনত্ব। এসব কারণেই উল্লেখযোগ্য হারে বাড়ছে তাপমাত্রা।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়