Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৪, ৪ মে ২০২১
আপডেট: ২০:৫৯, ৪ মে ২০২১

অবশেষে বৃষ্টির পানিতে নিভলো সুন্দরবনের আগুন

পুরো একদিন আগুনে পুড়েছে সুন্দরবন। অবশেষে বৃ‌ষ্টির পা‌নি‌তে সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এ‌সে‌ছে। বন বিভাগ, ফায়ার সার্ভিস, সিপিজি সদস্য, স্থানীয় বা‌সিন্দারাদের সহযোগিতায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

‌মঙ্গলবার (০৪ মে) দুপুরে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে।

ত‌বে ধোঁয়া ও ছাইচাপা আগুন পু‌রোপু‌রি নিভতে আরও কয়েক ঘণ্টা লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় ২৮ ঘণ্টা পরে নিয়ন্ত্রণে এসেছে আগুন।

এর আগে বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক গোলাম সরোয়ার জানান, সুন্দরবনের দাসের ভারানী এলাকায় যে গহীন বনে আগুন লেগেছে তার কাছাকাছি পানির কোনো উৎস না থাকায় ৪-৫ কিলোমিটার দূরে পাইপ খাটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। 

পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন বলেন, দ্বিতীয় দিনের মতো আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করার জন্য আমাদের শতাধিক স্টাফ ও কর্মকর্তা ঘটনাস্থলে যাচ্ছেন। ফায়ার সার্ভিসও চেষ্টা করছে। আশা করছি আজকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারবো।

এর আগে, সোমবার দুপুরে পূর্ব বন বিভাগের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় এ আগুন লাগে। সন্ধ্যা সাতটা পর্যন্তও পুরোপুরি নেভানো যায়নি। আগুনের ঘটনা তদন্তে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নুল আবেদিনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বনবিভাগ। আগামী সাত কর্ম দিবসের মধ্যে ওই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়