মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:৩০, ২৮ মে ২০২১
আবারও লজ্জাবতি বানর উদ্ধার
প্রায় ৩শ কিলোমিটার পথ মাড়িয়ে আবারও বনবিভাগ এবং স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (এস ই ডাব্লিউ) সহযোগিতায় সুনামগঞ্জ থেকে একটি লজ্জাবতি বানর উদ্ধ্বার করা হয়েছে। লজ্জাবতী বানরটিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়ায় বন্যপ্রানী রেসকিউ সেন্টারে রাখা হবে।
বানরটির শারীরিক অবস্থা ভালো থাকলে আগামীকাল শনিবার (২৯ মে) লাউয়াছড়ায় অবমুক্ত করা হবে। এর আগে একই ভাবে ৩শ কিলোমিটার দূরের সুনামগঞ্জ থেকে একটি চিতা বিড়াল বনবিভাগের সহযোগিতায় উদ্ধ্বার করে স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (এস ই ডাব্লিউ) ।
স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (এস ই ডাব্লিউ) এর সদস্য এবং প্রানীটি উদ্ধারকারী দলের সদস্য খোকন থৌনাউজম জানান, বৃহস্পতিবার (২৭ মে) জানতে পারি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদারঘাট ইউনিয়নের লাউরগড় গ্রামে জনৈক বাবুল মিয়ার বাড়িতে একটি লজ্জাবতি বানর আটকে রাখা হয়েছে৷ খবর পেয়ে প্রথমে আমরা বাবুল মিয়ার সাথে যোগাযোগ করে তাকে বোঝাতে চেষ্টা করি এবং বানরটি ছেড়ে দিতে অনুরোধ করি। তাতে সাড়া না দিলে তাকে জানাই প্রচলিত বন্ আইনে যে কোন বন্যপ্রাণী পালন, ধরা, হত্যা দণ্ডনীয় অপরাধ। তাতেও সাড়া না দিলে আমরা বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম স্যারকে জানাই এবং বানরটি উদ্ধার অভিযানে যাওয়ার আগ্রহ প্রকাশ করি।
তিনি আরও বলেন, বরাবরের মতন রেজাউল স্যার তাৎক্ষনিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং অভিযানের নির্দেশ দেন। পরবর্তীতে স্যারের দিক নির্দেশনায় শুক্রবার (২৮ মে) সকাল আটটার দিকে বন বিভাগের আনিসুজ্জামান (ফরেস্টার, জানকিছড়া), তাজুল ইসলাম এবং টিপলু দেবসহ টিম SEW এর আমি এবং সোহেল শ্যাম পাপ্পু বেড়িয়ে পড়ি উদ্ধার অভিযানে। উদ্ধ্বার শেষে বানরটিকে লাউয়াছড়া জানকিছড়ায় রেসকিউ সেন্টারে নিয়ে যাচ্ছি ।
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বানরটি উদ্ধার করা হয়েছে। পর্যবেক্ষণ করে যদি সুস্থ মনে হয় তাহলে আগামীকাল অবমুক্ত করে দেওয়া হবে। নয়তো কয়েকদিন প্রয়োজনীয় সেবা এবং চিকিৎসা দেওয়া হবে।
আইনিউজ/আরডি/এসডি
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে