রিপন দে
আপডেট: ১৩:৪১, ১ জুন ২০২১
বাংলাদেশ থেকে নতুন প্রজাতির ব্যাঙ পেল বিশ্ব
বাংলাদেশ থেকে নতুন প্রজাতির ব্যাঙ পেল বিশ্ব। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে ব্যাঙটি আবিষ্কার করেন বন্য প্রানী গবেষক মার্জান মারিয়া ও হাসান আল-রাজী। তবে এই গবেষণার কাজটি রাশিয়া থেকে সার্বক্ষণিক তত্ত্বাবধান ও সার্বিক সহযোগিতা করেছেন রাসিয়ান প্রফেসর Nick Poyarkov। গবেষকরা এই ব্যাঙের নাম দিয়েছেন “সিলেটের লাল চোখ ব্যাঙ” এবং ইংরেজী নাম Sylheti Litter Frog। গবেষণা পত্রটি বিখ্যাত Journal of Natural History তে ২৮ মে প্রকাশিত হয়েছে।
নতুন এই ব্যাঙের শরীরে রং ধুসর থেকে কালচে, শরীরে কালো ছোপ রয়েছে। এই রং তাদের ঝরা পাতার সাথে মিশে থাকতে সাহায্য করে। এদের পিছনের পা তুলনামূলকভাবে ছোট তাই খুব বেশী জোরে লাফাতে পারে না। মজার ব্যাপার হচ্ছে এদের চোখের উপর অর্ধেক লাল রঙের যেখানে আলো পড়লে উজ্জ্বল প্রতিফলন তৈরী হয়।
গবেষক দলের সুত্রে জানা যায়, নতুন প্রজাতির এই ব্যাঙ আবিষ্কারের আগে বাংলাদেশে মোট ৫৩ প্রজাতির ব্যাঙ ছিল বর্তমানে এটি আবিষ্কারের ফলে ৫৪ টি হয়েছে। এবং বিশ্বে যুক্ত হয়েছে নতুন আরেকটি ব্যাঙ।
গবেষক দলের সদস্য হাসান আল-রাজী জানান, এই ব্যাঙটিকে Leptobrachium smithi মনে করা হতো কিন্তু Leptobrachium smithi বিস্তৃতি বাংলাদেশ থেকে অনেক দূরে। এবং এই বিস্তৃত মাঝেই আরোও দুটি এই গণের ব্যাঙ পাওয়া যায় Leptobrachium rakhinense অন্যটি Leptobrachium tenasserimense। এসব কিছু চিন্তা করে আমাদের মনে হয় যে আমাদের দেশে Leptobrachium গণের যে প্রজাতিটি আছে সেটা আসলেই Leptobrachium Smithi হতে পারে না। এরই মাঝে আমাদের সাথে রাসিয়ান প্রফেসর Nick Poyarkov এর যোগাযোগ হয়। তিনি আমাদের এই ব্যাঙ নিয়ে একই কথা ভাবছিলেন। আমরা তিনজন মিলে একটা গবেষণা পরিকল্পনা করে জুনের ফিল্ডের কাজ শুরু করি।
২০২০ এর জুন মাসে বাংলাদেশে লকডাউন চলছিল কিন্তু আমাদের কাছে বন বিভাগের কাজের যে অনুমতি ছিল তা শেষ হতে আর মাত্র একমাস ছিল। তাই আমরা বাধ্য হয়েই লকডাউনের মধ্যে কাজ শুরু করি। ৭দিনের ফিল্ড শেষ করে আমরা পুনরায় বাসায় এসে ১৪দিনে কোয়ারেন্টাইন পালন করি। তারপরে শুরু হয় আমাদের ব্যাঙ নিয়ে কাজ আমরা ব্যাঙের শারিরীক মাপ নেই, এবং তারপরে বাংলাদেশের একটি ল্যাবেই চলে বাদ বাকি কাজ। আমাদের পুরো কাজটি রাশিয়া থেকেই সার্বক্ষণিক তত্ত্বাবধান ও সার্বিক সহযোগিতা করেছেন রাসিয়ান প্রফেসর Nick Poyarkov. এই Leptobrachium sylheticum, নতুন প্রজাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই ব্যাঙের শারীরক পরিমাপ, এদের মলিকুলার বিশ্লেষণের পাশাপাশি এদের ডাকের বিশ্লেষনও করেছি যা এই গণের অন্য ব্যাঙদের থেকে সম্পুর্ন ভিন্ন। এবং আমাদের গবেষণা থেকে আমরা জানতে পারি যে আমাদের উত্তর-পূর্বাঞ্চলের এই Leptobrachium গণের ব্যাঙ গুলো Leptobrachium sylheticum এবং দক্ষিন-পূর্বাঞ্চলের ব্যাঙগুলো Leptobrachium Sylheticum অথবা Leptobrachium rakhinense.
গবেষক দলের অপর সদস্য, মার্জান মারিয়া জানান, এই ব্যাঙগুলো মূলত বনের ভিতরে পাওয়া যায়। বনের ঝরা পাতার মধ্যে ওরা থাকে। ঝরা পাতার মাঝে এরা এমন ভাবে মিশে থাকে যে দেখলে বোঝার উপায় নেই যে এখানে কোন ব্যাঙ আছে। তবে প্রজননের সময় এরা এই ঝরা পাতা ছেড়ে ছড়ায় নেমে আসে। ছড়ার প্রবাহমান স্বচ্ছ পানিতে এরা ডিম দেয়। ডিম ফুটে ব্যাঙ্গাচী গুলো ছড়ার পানিতে বড় হয়। ঝরা পাতায় থাকে বলে এই ব্যাঙকে ইংরেজীতে Litter Frog বলে। তাই আমরা আমাদের এই ব্যাঙের ইংরেজী নাম দিয়েছি Sylheti Litter Frog আর বাংলা নাম সিলেটের লাল চোখ ব্যাঙ।
তিনি আরও জানান, বাংলাদেশ থেকে নতুন কিছু আবিষ্কার করে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে পেরে আমরা গর্বিত। এটা ভেবেই ভালো লাগছে যে এই ব্যাঙ এর কথা যতোবার স্মরণ করা হবে দেশে নামও ততোবারই নেয়া হবে। ভবিষ্যতে এমন আরো কাজ করতে চাই এবং করার সুযোগ চাই।
তবে এই ব্যাঙ হুমকিতে আছে জানিয়ে গবেষক হাসান আল-রাজী জানান, এই ব্যাঙ আবিষ্কার করতে পেরে অনেক আনন্দিত কিন্তু একই সাথে দুঃখিত। কারন জীববৈচিত্রে ভরপুর লাউয়াছড়া বন তার রুপ হারাচ্ছে। এই ব্যাঙ সহ এই পর্যন্ত লাউয়াছড়া বন থেকে বিশ্বের জন্য দুটি নতুন ব্যাঙ আবিষ্কার করা হয়েছে এবং আরও পাওয়ার সম্ভবনা রয়েছে। বনের যেই ছড়া গুলোতে এই ব্যাঙ সহ অন্য ব্যাঙ প্রজনন করে সেই ছড়া গুলোর বেশিরভাগ শুকিয়ে গেছে। এমনটা হতে থাকলে অদূর ভবিষ্যতে সিলেটের লাল চোখ ব্যাঙ আর লাউয়াছড়া বনে পাওয়া যাবে না। এই ব্যাঙগুলো সংরক্ষণের জন্য এই ছড়াগুলোকে আমাদের বাঁচাতে হবে।
আইনিউজ/এসডি
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে