Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৮, ১১ জুন ২০২১
আপডেট: ১১:১০, ১১ জুন ২০২১

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির আই ক্যাট স্নেক উদ্ধার

উদ্ধার হওয়া আই ক্যাট স্নেক। (ছবি: প্রতিনিধি)

উদ্ধার হওয়া আই ক্যাট স্নেক। (ছবি: প্রতিনিধি)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নতুন বাজারে একটি বিরল ও বিপন্ন প্রজাতির মৃদু বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় একটি কাঁঠাল বহনকারী গাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যার দিকে,কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যানের জানকিছড়ায় সাপটিকে অবমুক্ত করা হয়।

ইংরেজিতে এই সাপের নাম আই ক্যাট স্নেক।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, শ্রমিকেরা জীপ থেকে কাঁঠাল নামানোর সময় সাপটি দেখে আতঙ্কিত হয়ে পরে। তাদের মধ্যে কয়েকজন সাপটিকে মেরে ফেলার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয়রা আমাদের খবর দিলে সাপটিকে উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে আনা হয়।

তিনি জানান, সাপটির বিষয়ে জানতে এর ছবি কয়েকজন প্রাণী বিশেষজ্ঞের কাছে পাঠানো হলে তারা এটিকে বিপন্ন ও মৃদু বিষধর ‘আই ক্যাট স্নেক বলে শনাক্ত করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খানের কাছে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, সাপটি ফণীমনসা গোত্রের। আমাদের দেশে এই সাপ খুব একটা দেখা যায় না। এগুলো লম্বায় প্রায় দেড় ফুট হয়ে থাকে।

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়