খোকন সিংহ
আপডেট: ২১:৫০, ১০ জুলাই ২০২১
জলপিপি : একসময়ের সুলভদর্শন পাখি
শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের লেক থেকে তোলা জলপিপি ও বাচ্চা। ছবি: খোকন সিংহা।
Bronze Winged Jacana। বাংলায় যার নাম জলপিপি। একসময়ের সুলভদর্শন সুন্দর এই আবাসিক পাখিটি দিন দিন দুর্লভ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত শিকার এবং আবাস্থল ধ্বংস করে প্রজননে ব্যাঘাত ঘটানোর কারণে।
কয়েক দশক আগেও সারাদেশেই গ্রামের দীঘি, বিল-ঝিলে প্রচুর পরিমানে দেখা যেত। অনিয়ন্ত্রিত মৎসখামার, জলাভূমি ভরাট, ভূমি দূষণ ইত্যাদি কারণে বাসস্থান হারিয়ে এখন আশ্রয় নিয়েছে হাওর অঞ্চলে, যদিও হাওর অঞ্চলেও এরা খুব একটা ভালো অবস্থানে নেই বর্তমানে।
মৌলভীবাজার জেলার চা বাগান এলাকায় তুলনামূলক কম লোকজন আনাগোনা হয়। চা বাগান এলাকার নির্জন লেকগুলোতেও এদের অল্প সংখ্যায় দেখা যায়।
বাচ্চা জলপিপি। ছবি: খোকন সিংহা
বংশবৃদ্ধির জন্য এদের প্রয়োজন হয় শাপলা, পদ্ম-শালুক ইত্যাদি জলজ উদ্ভিদ পূর্ণ নির্জন জলাভূমি। জুন থেকে অগাস্ট পর্যন্ত এদের প্রজনন মৌসুম। এইসময়টাতে জলজ উদ্ভিদের উপর ঘাস-লতাপাতা দিয়ে বাসা বানায় পুরুষ পাখিটি। ৩-৪টি ডিম দিয়ে নতুন সঙ্গীর খোঁজে চলে যায় স্ত্রী পাখিটি। ডিম ফোটানো থেকে বাচ্চা লালন-পালনের দায়িত্ব পড়ে বাবার উপর।
১৫-১৮ দিনে ডিম ফুটে বাচ্চা বের হয়। জন্মের কয়েক ঘন্টার ভিতর বাবার সাথে বাসা থেকে বেরিয়ে পরে বাচ্চারা। জলজ লতাপাতার উপর হেঁটে খাবার খুঁটেখুঁটে খায়। বাবার সতর্ক তত্ত্বাবধানে বেড়ে ওঠে ধীরে ধীরে। স্বাবলম্বী হয়ে উঠতে সময় নেয় ১৫-২০ দিন।
আইনিউজ/রিপন দে/এসডি
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে