Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৭, ১২ জুলাই ২০২১
আপডেট: ২০:৫৬, ১২ জুলাই ২০২১

বিপন্ন আইড ক্যাট সাপ উদ্ধার : লাউয়াছড়ায় অবমুক্ত

বিপন্ন প্রজাতির মৃদু বিষধর সাপ আইড ক্যাট মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্ধার করার পর কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।

গতকাল রোববার (১২ জুলাই) রাতে লাউয়াছড়া বিট কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, বিকেলের দিকে বিপন্ন প্রজাতির আইড ক্যাট স্নেকটিকে শ্রীমঙ্গল উপজেলা শহরের নতুনবাজার এলাকায় পাওয়া যায়। অনেকেই সাপটিকে মেরে ফেলতে চাইলেও একজন ফোন করে আমাকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসি।

তিনি আরও বলেন,বিপন্ন প্রজাতির এই সাপ আগে অনেক দেখা যেত। উদ্ধার করা এই সাপটি লম্বায় প্রায় সাড়ে তিন ফুট। গায়ের রঙ হালকা গোলাপি। শরীরে চমৎকারভাবে সাদাকালো ডোরাকাটা দাগ রয়েছে।

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়