Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫২, ২১ জুলাই ২০২১
আপডেট: ২৩:৪৬, ২১ জুলাই ২০২১

শ্রীমঙ্গলে চা-বাগানের ছড়া থেকে অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগানের ফ্যাক্টরি সংলগ্ন ছড়া থেকে একটি অজগর উদ্ধার করলো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও রেস্কিউয়ার এর সদস্যরা।

বুধবার (২১ জুলাই) সকালে ভাড়াউড়া চা-বাগানের ফ্যাক্টরি সংলগ্ন ছড়া দিয়ে একটি অজগরের বাচ্চাকে ভেসে আসতে দেখে স্থানীয় যুবক রিপন হাজরা। পরে Stand For Our Endangered Wildlife (SEW) এর সদস্য ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার এবং রেস্কিউয়ার কাজল হাজরাকে খবর দিলে টিম SEW এর সদস্যরা সেটিকে উদ্ধার করে।.

অজগর সাপটি পার্শবর্তী লাউয়াছড়া বন থেকে বৃষ্টির পানিতে ভেসে এসে চা বাগানের ছড়ায় আসতে পারে বলে স্থানীয়দের ধারণা। বর্তমানে সেটি SEW এর পরিচর্যায়  আছে বলে জানান ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও টিমের সদস্য তৌনুজাম খোকন।

আইনিউজ/সাজু/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়