খোকন থৌনাউজাম
আপডেট: ২১:০৮, ১৫ আগস্ট ২০২১
লাউয়াছড়ায় গাছে বসে থেঁ-ঁউ, হু-ঁউ, কেঁ-উঁ উঁয়েহুঁ শব্দে ডাকছে কী এই প্রাণী? (ভিডিও)
লাউয়াছড়া বনের কথা কল্পনা করলে প্রথমেই মানসপটে যে দৃশ্যটা ভেসে ওঠে সেটা হলো ঘন বনের ভিতর উঁচু কোন গাছে বসে টানা থেঁ-ঁউ, হু-ঁউ, কেঁ-উঁ উঁয়েহুঁ শব্দে বন মাতিয়ে তুলছে সাদা ভ্রু ওয়ালা লম্বা হাতের লেজবিহীন কালো কুচকুচে একটা বানর সাদৃশ্য প্রাণী। যাকে আমরা উল্লুক বলে চিনি। যদিও একমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষ উল্লুকই কালো হয়, মেয়ে উল্লুক হয় ধূসর বাদামী।
ভিডিও নীচে
একদিন খুব সকালে কাছের ছোটভাই ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার কাজলকে নিয়ে চলে গেলাম লাউয়াছড়া। কয়েকদিন আগে নাম না জানা এক বুনোফলের গাছে বেশ কয়েক জোড়া ফুলঝুড়ি দেখেছিলাম, সেবার ভাল ছবি পাইনি তেমন।
তাই এবার আয়োজনটাও ছিলো বেশ কড়া, স্পটে পৌছে কিছুক্ষণের মধ্যেই পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ এনকাউন্টারের সকল প্রস্তুতি সম্পন্ন করে চুপচাপ অপেক্ষা করতে থাকলাম।
কতক্ষণ এভাবে কেটেছে মনে নেই। হঠাৎ পুরো বন সরগরম করে হাজির হলো চার থেকে পাঁচটির একদল উল্লুক। কাজলকে ইশারা দিয়েই ক্যামেরা ঘুরিয়ে নিলাম বিশ্বের মহা বিপন্ন প্রাণীর দলটির দিকে। লম্বা লম্বা হাত পায়ের সাহায্যে ঝুলে ঝুলে একটা মা উল্লুক তখন এক ডাল থেকে অন্য ডালে ঘুরে বেড়াচ্ছে। সাথে বিচিত্র শব্দের ডাক। বুকে আঁটোসাঁটো হয়ে লেগে আছে একটা বাচ্চা৷ সে এক অভূতপূর্ব দৃশ্য।
বর্তমান পৃথিবীতে এ উল্লুক (hoolock Gibbon) একেবারে বিলুপ্তির দ্বারপ্রান্তে চলে এসেছে।
বাংলাদেশে সিলেট অঞ্চলের মৌলভীবাজার জেলার লাউয়াছড়া একসময় বিখ্যাত ছিলো উল্লুকের জন্য৷ কয়েক দশক আগেও কয়েক শত উল্লুক দেখা যেতো এই বনে। সহজেই দেখা মিলতো, এখন মেলে কালেভদ্রে। ২০০৬ এর এক সমীক্ষা মতে সেটা কমতে কমতে ৪৯ এ নেমে আসে। লাউয়াছড়া এবং তার আশেপাশে কালাছড়া ও চাওতলী বিট মিলিয়ে সেই সংখ্যা ৬০৷ সেই একই সমীক্ষা মতে মোট ১৬টি উল্লুক পরিবার টিকে আছে এখনো। বাসস্থান ধ্বংস এবং খাদ্য সংকট এদের বিলুপ্তির মূল কারণ।
বার্ডফটোগ্রাফির কারণে ২০১৭ থেকে নিয়মিত আসা যাওয়া হয় কালাছড়া এবং চাওতলী বিটে। দীর্ঘ এই চার বছরে আমি কখনো উল্লুকের দেখা পাইনি সেই বনগুলোতে, আর তাছাড়া ওই দুইটা বন আর বন নেই। অধিকাংশ টিলাই ন্যাড়া করে দেয়া হয়েছে। বনের ভিতর অধিকাংশ বনভূমি এখন লেবুবাগান।
উল্লুকরা মূলত বিভিন্ন ধরনের ফল খায় তবে পোকামাকড়, ফুল, কচিপাতা ইত্যাদিও খায়। লাউয়াছড়ায় উল্লুকের প্রধান খাবার হচ্ছে চামকাঠাল বা চাপালিশ গাছের ফল।
উল্লুকরা সামাজিক এবং পরিবারবদ্ধভাবে বসবাস করে। একটি পরিবারে মা ও বাবাসহ তিন-চারটি বা এর বেশিও উল্লুক থাকতে পারে। এরা উঁচু গাছের মাথায় থাকতে পছন্দ করে। পরিবারগুলো তাদের এলাকা ও এর সীমানা রক্ষা করে চলে এবং প্রায়ই পরিবারগুলোর মধ্যে সীমানা ও খাদ্যের উৎসের অধিকার নিয়ে বিরোধ ও ঝগড়াও হয়।
বিশ্বজুড়ে বিপন্ন এই প্রাণীটি সংরক্ষণে ব্যাপক জনসচেতনতা এবং কার্যকরী পদক্ষেপ প্রয়োজন। প্রাকৃতিক বনগুলির যথাযথ সংরক্ষণই উল্লুকসহ সব ধরনের বন্যপ্রাণীর মঙ্গল বয়ে আনবে।
লাউয়াছড়া গাছে বসে থেঁ-ঁউ, হু-ঁউ, কেঁ-উঁ উঁয়েহুঁ শব্দে ডাকছে কী এই প্রাণী? (ভিডিও)
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে