Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৯, ২১ আগস্ট ২০২১
আপডেট: ১৮:৪৬, ২১ আগস্ট ২০২১

৪ মাস ২০ দিন পর খুললো লাউয়াছড়া জাতীয় উদ্যান

করোনা পরিস্থিতিতে টানা ৪ মাস ২০দিন বন্ধ রাখার পর শুক্রবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান।

গত বছরের মার্চ মাস থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে জাতীয় উদ্যানটি বেশির ভাগ সময়ই বন্ধ ছিল।

উদ্যান কর্তৃপক্ষ সূত্র জানায়, এ নিয়ে করোনা পরিস্থিতিতে দ্বিতীয় দফা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। করোনার সংক্রমণ প্রতিরোধে ১ এপ্রিল লাউয়াছড়া জাতীয় উদ্যান পর্যটক প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল।

দর্শনার্থীদের জন্য লাউয়াছড়া খুলে দেওয়ার প্রথম দিনই শুক্রবার দুপুর ১২টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে গিয়ে দেখা যায়, মূল ফটকের বাইরে কিছু যানবাহন যাত্রী নামিয়ে দিচ্ছে। মূল ফটকের বাইরে টিকিট কাউন্টারে কোনো ভিড় নেই অন্যান্য সময়ের মতো দর্শনার্থীদের লম্বা লাইন চোখে পড়েনি।

ঢাকা থেকে ঘুরতে আসা নাদিরা জাহান বলেন, এই প্রথম এসেছি। প্রথম দিন ভিড় কম হবে জেনেই বাচ্চাদের নিয়ে চলে এলাম।

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির এ্যাডমিন কাম হিসাবরক্ষন কর্মকর্তা আফজালুল হক বলেন, ১৯ আগস্ট সারাদেশে সরকারী নির্দেশনায় পর্যটন কেন্দ্র গুলো খুলে দেয়া হয়েছে কিন্তু উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনা না আসায় উদ্যানটি বন্ধ ছিল। মূল ফটকের সামনে থেকে অনেকে ফিরে গেছেন।

তিনি বলেন, শুক্রবার (২০ আগস্ট) সকালে নির্দেশনা আসার পর স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ টিকেট কেটে দর্শনার্থীরা উদ্যানে প্রবেশ করে। দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম ছিল। আশা করছি দ্বিতীয় দিন থেকে দর্শনার্থী বাড়বে। আমরা সব ধরনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সবাইকে সচেতন করছি।

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি

আইনিউজ ভিডিও-

লাউয়াছড়া গাছে বসে থেঁ-ঁউ, হু-ঁউ, কেঁ-উঁ উঁয়েহুঁ শব্দে ডাকছে কী এই প্রাণী?

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়