কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২১:১৬, ২৮ আগস্ট ২০২১
কমলগঞ্জে ডিম ফুটে বের হলো ১৫ খৈয়া গোখরার বাচ্চা
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রথমবারের মতো ডিম ফুটে বের হলো ১৫টি খৈয়া গোখরা সাপের বাচ্চা। দীর্ঘ ৪৫ দিন পর ১৫ টি ডিম থেকে বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কর্তৃপক্ষ।
শনিবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম।
তিনি বলেন, ‘এই প্রথমবারের মতো সিলেট বিভাগে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বক্সের মধ্যে কৃত্রিমভাবে ১৫ টি গোখরার বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে। গত ১৪ জুলাই মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর এলাকা থেকে ১৫টি ডিমসহ একটি খইয়া গোখরা সাপ উদ্ধার করে বন-বিভাগ। পরে গোখরা সাপটিকে ছেড়ে দেয়া হয় এবং উদ্ধারকৃত ডিমগুলো কৃত্রিম প্রজননের জন্য শ্রীমঙ্গল রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ৪৫ দিন অবশেষে ডিমগুলো ফুটে খইয়া গোখরার বাচ্চা বের হয়েছে।’
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘এ অঞ্চলে এই প্রথম কৃত্রিমভাবে ১৫ টি গোখরার বাচ্চা ফোটানো সক্ষম হয়েছে। এ কারণে আমরা অনেক খুশি। এটি অন্যতম বিষধর একটি সাপ। বাচ্চাগুলো অবমুক্তের উপযোগী হলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।’
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
আইনিউজ ভিডিও
দেড় লাখ টাকা চেয়েছিলো, পঞ্চাশ হাজার পাঠিয়েছি। চার দিন পর আজ পেলাম লাশ!
লাউয়াছড়া গাছে বসে থেঁ-ঁউ, হু-ঁউ, কেঁ-উঁ উঁয়েহুঁ শব্দে ডাকছে কী এই প্রাণী?
লকডাউনে কেমন আছে লাউয়াছড়ার বন্যপ্রাণীরা?
যত্ন ও ভালোবাসায় যেভাবে লাউয়াছড়ার অরণ্যে ফিরলো মারাত্মক আহত কন্ঠী নিমপ্যাঁচা
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে