পুলক পুরকায়স্থ
বিরল বৃক্ষ আফ্রিকান টিকওক: কালের সাক্ষী এ প্রজাতিটি রক্ষার উদ্যোগ
মৌলভীবাজারের লাউয়াছড়ায় বিরল বৃক্ষ আফ্রিকান টিকওক।
পর্যাপ্ত যত্ন না থাকায় বিরল প্রজাতির একমাত্র ক্লোরোফর্ম বৃক্ষ আফ্রিকান টিকওক দাঁড়িয়ে আছে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে। বাংলাদেশের এ গাছটি হারিয়ে যাওয়ার পথে। এবার গাছের টিস্যু সংরক্ষণ করে চারা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
আফ্রিকান টিকওক একটি দুর্লভ এবং বিরল প্রজাতির গাছ। দীর্ঘদিন চেষ্টা করেও এই গাছ থেকে কোনো চারা তৈরি করা সম্ভব হয়নি। বাংলাদেশে এ জাতের আর কোনো গাছ নেই বলে জানান বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বনকর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী।
তিনি আরও জানান, এ গাছের কোনো বীজও নেই। পাতা, ছাল এবং ডাল থেকেও এর চারা হয় না। ফলে চারা করা দুষ্কর। দীর্ঘদিন বিভিন্ন গবেষক চেষ্টা করেও পারেননি। এবার গাছ থেকে টিস্যু নিয়ে চারা তৈরির চেষ্টা করছেন বাংলাদেশ বন গবেষণাগারের প্রধান গবেষক ড. রফিকুল হায়দার।
পরিবেশবিদরা জানান, ১৫০ ফুট উঁচু গাছটি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। গোড়ায় পচন ধরেছে, একাংশে ক্ষয় শুরু হয়েছে। ধীরে ধীরে ক্ষত বৃদ্ধি পাবে, রক্ষণাবেক্ষণ না করলে এবং নতুন চারা তৈরি না করলে বাংলাদেশের মানচিত্র থেকে একপর্যায়ে চিরতরে হারিয়ে যাবে।
গবেষক রফিকুল হায়দার বলেন, ‘সহজ কোনো পথ না পেয়ে গাছের টিস্যু সংগ্রহ করেছি। টিস্যু থেকে চারা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখা যাক সফলতা আসে কি না।’
জানা যায়, আফ্রিকান টিক ওক প্রজাতি ক্লোরোফর্ম এক্সেলসা ক্রান্তীয় আফ্রিকার গাছ। এটি ১৬০ ফুট পর্যন্ত লম্বা হয়। গাছের কাঠ বাদ্যযন্ত্র ড্রামস ও কফিন বানাতে ব্যবহৃত হয়। এছাড়া আসবাবপত্র, ঘরের মেঝে এবং নৌকা তৈরি করা যায়। গাছটি পঞ্চাশ বছর পরে কাটার জন্য প্রস্তুত হয়। অন্যদিকে ভেষজ ঔষধি গাছ হিসেবে আফ্রিকায় এর পাতা ও ছালের বহু ব্যবহার রয়েছে। বিশেষ করে কাশি, হার্টের সমস্যা এবং দুর্বলতার জন্য ব্যবহার করা হয়। এ গাছের কষ এক ধরনের অ্যান্টি-টিউমার এজেন্ট হিসেবে কাজ করে।
বিভিন্ন সূত্রে জানা যায়, ১৯৩০ সালে এক ব্রিটিশ কর্মকর্তা লাউয়াছড়ায় কয়েকটি চারা রোপণ করেন। এর মধ্যে দুটি গাছ টিকে ছিল। ২০০৬ সালের ৭ জুলাই একটি গাছ ঝড়ে উপড়ে পড়ে।
আইনিউজ/পুলক পুরকায়স্থ/এসডি
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- শাপলা ফুলের ছবি বৈশিষ্ট্য উপকারিতা ও বর্ণনা