পুলক পুরকায়স্থ
আপডেট: ১১:১৪, ২১ সেপ্টেম্বর ২০২১
চড়ুই পাখিদের বড়াই করা সেই দিন নেই
মৌলভীবাজারের চৌমোহনা থেকে রাতে তোলা ছবি।
বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,
কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই,
কবি রজনীকান্ত সেনের দেখা চড়ুই পাখিদের অট্টালিকায় মহাসুখে থাকার দিন শেষ! বাবুই ঠিকই নিজ হাতে গড়া বাসায় আজও অন্তত মাথা গোঁজার ঠাঁই করে নিতে পারছে। কিন্তু চড়ুইদের সেই বড়াই কই! তারা এখন অট্টালিকা ছেড়ে ঠাঁই নিয়েছে বিদ্যুতের তারে।
মৌলভীবাজার জেলা শহরের ব্যস্ততম এলাকা চৌমোহনা চত্বর। এই চত্বর হয়ে যাওয়া সেন্ট্রাল রোডের বেশ কয়েকটি বৈদ্যুতিক খুটিতে আশ্রয় নিয়েছে হাজারো চড়ুই পাখি।
প্রতিদিন বহু মানুষ ভিড় করেন এই অপরূপ দৃশ্য দেখতে। বৈদ্যুতিক খুটিই এখন চড়ুইয়ের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দারা জানান, যতদিন যাচ্ছে চড়ুই পাখিদের সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে। মাস দুয়েক হলো চড়ুইরা এখানে আশ্রয় নিয়েছে। প্রথমদিকে অল্প সংখ্যক চড়ুইয়ের দেখা যেতো, এখন হাজার ছাড়িয়েছে। তাদের দেখার জন্য দূর-দুরান্ত থেকে পাখিপ্রেমীরা সন্ধ্যার পর এখানে আসছেন।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পূর্ব মুহূর্তে এই স্থানটি কিচিরমিচির শব্দে মুখর হতে থাকে। ওদের কিচিরমিচির ডাক আর এক তার থেকে অন্য তারে যাওয়ার মনমাতানো দৃশ্য দেখতে যে কারোরই ভালো লাগবে বলে জানান পাখিপ্রেমীরা।
ব্যস্ততম সড়কের ব্যবসায়ী রজত ভট্টাচার্য জানান, সন্ধ্যার পর চড়ুই পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত হয় এই এলাকা। এ দৃশ্য দেখতে খুবই ভাল লাগে। ব্যবসায়ীদের বাড়তি আনন্দ যোগ করেছে তারা।
পরিবেশ ও সমাজকর্মী সোনিয়া মান্নান জানান, খড়কুটো, শুকনো ঘাসপাতা দিয়ি কড়িকাঠে, কার্নিশে বাসা বেঁধে বসবাস করতে এদের দেখা যায়। পাশাপাশি বৈদ্যুতিক তারসহ বিভিন্ন জায়গায় বসবাস করে। সারাদিন ঘুরে বেড়ায় খাদ্যের সন্ধানে। চড়ুই মাটি থেকে পোকামাকড়সহ শস্য খুঁটে খায়। পরিবেশ সহায়ক প্রিয় পাখি চড়ুই সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ও এদের বিলুপ্তি রুখতে যে যার অবস্থান থেকে সহায়ক কিছু একটা করার সুযোগ রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. নূর জাহান সরকার বলেন, 'চড়ুই পরিবেশবান্ধব। প্রকৃতিতে চড়ুইয়ের রয়েছে গুুরুত্বপূর্ণ অবদান। অসচেতনতার কারণে সেটা বুঝতে পারি না। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতি থেকে চড়ুইয়ের বিলুপ্তি ঠেকাতে হবে।'
আমাদের বাসাবাড়ির বারান্দায় যদি চড়ুইয়ের বাস উপযোগী করে দু’একটি ছোট বাক্স বেঁধে রাখি। এতে বিলুপ্তির হাত থেকে যেমন চড়ুই বাঁচবে, তেমনি বাড়ির শিশুরাও আনন্দ পাবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় শিশুরাও ছোটবেলা থেকে প্রকৃতিপ্রেমী হয়ে উঠবে বলে তিনি জানান।
আইনিউজ/পুলক পুরকায়স্থ/এসডি
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে