Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৪, ৫ নভেম্বর ২০২১
আপডেট: ১৮:৫৪, ৫ নভেম্বর ২০২১

মৌলভীবাজারের লাউয়াছড়ায় ক্ষিপ্রগতির সাপখেকো শঙ্খিনী সাপ

শঙ্খিনী সাপ

শঙ্খিনী সাপ

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি শঙ্খিনী সাপ উদ্ধার করছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। সাপটি প্রায় সাড়ে ৩ ফুট লম্বা। এই সাপটি সর্বোচ্চ ৬ থেকে ৭ ফুট হয়ে থাকে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার মণিপুরী অধ্যুষিত তিলকপুর উত্তরপল্লী এলাকার মুকন্দ সিংহের বসতবাড়ির উঠানের এক ফুলগাছের ঝোপে শঙ্খিনী সাপ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দিলে তারা গিয়ে সেটি উদ্ধার করে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সাপটি উদ্ধার করা হয়েছে। সাপটি সম্পূর্ণ সুস্থ আছে। বর্তমানে সাপটি বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। শুক্রবার বিকেলে কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানে শঙ্খিনী সাপ অবমুক্ত করা হয়েছে।’

বিস্তারিত ভিডিওতে-

শঙ্খিনী সাপ

বাংলাদেশের পরিবেশ উপযোগী অন্যতম সুন্দর শঙ্খিনী সাপ। যারা সাপ সম্পর্কে ধারণা রাখেন শান্ত স্বভাবের কারণে তাদের কাছে এটি বেশ প্রিয়। অতি সুন্দর ও চমৎকার রঙে সজ্জিত এই সাপের মাথা আকারে বেশ বড়, সারা শরীরজুড়ে কালো ও হলুদ ডোরা।

শঙ্খিনী এমনি একটি সাপ যার ভয়ে অন্য সাপ পালিয়ে যায়। ইংরেজিতে ডাকা হয় Banded Krait, বৈজ্ঞানিক নাম Bungarus fasciatus

নিউরো টক্সিন বিষ সংবলিত শঙ্খিনী সাপ এলাকাভেদে আলাদা আলাদা নামে ডাকা হয়। যেমন : শাখামুটি, সানি সাপ, দুই মাথা সাপ প্রভৃতি।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি

আইনিউজ ভিডিও

জীবিকায় টান, দিশেহারা পরিবহন শ্রমিকেরা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়